ক্যান্ডি: রমরমিয়ে চলছে এশিয়া কাপ (Asia Cup 2023)। এই টুর্নামেন্টকে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি (IND vs NEP) হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে বোলিং ইনিংসের পরেই এক লজ্জাজনক রেকর্ডের মালিক হয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)।
ম্যাচের শুরুর দিকেই ভারতীয় দলের ফিল্ডিং সমর্থকদের উদ্বেগ বাড়ায়। বিরাট কোহলিরা ইনিংসের প্রথম পাঁচ ওভারেই তিন তিনটি ক্যাচ ফেলেন। ভারতীয় দলের ক্যাচ ফেলার রোগ কিন্তু নতুন নয়। পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে ভারতীয় দল ক্যাচ ধরার শতাংশ সব দলগুলির নীচের দিক থেকে দ্বিতীয়। নেপাল ম্যাচেও ক্যাচ ধরার ক্ষেত্রে ভারতের পরিসংখ্যান কেন এত খারাপ, তাঁর হাতে নাতে প্রমাণ মিলল।
বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ভারতীয় দলের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম। এই দুই তারকা এবং ঈশান কিষাণ তিন তিনটি ক্যাচ ফেলেন। ভারত মাত্র ৭৫.১ শতাংশ ক্যাচ ধরেছে। একমাত্র আফগানিস্তানই এর থেকে কম ৭১.২ শতাংশ ক্যাচ ধরেছে। এই তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলাররা নিজেদের ৮২.৮ শতাংশ ক্যাচ ধরেছেন। একটা দুরন্ত ক্যাচ ধরা বা সহজ ক্যাচ মিস করা যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই বিশ্বকাপের আগে এই পরিসংখ্যান যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।
নেপালের বিরুদ্ধে অবশ্য ভারতীয় দল শুরুতে একাধিক ক্যাচ মিস করলেও, খুব একটা ভুগতে হয়নি টিম ইন্ডিয়াকে। নেপালের দুই ওপেনার ভুর্তেল ও আসিফ শেখ শুরুতে ৬৫ রান যোগ করলেও, রবীন্দ্র জাডেজার স্পিন বোলিং ভারতীয় দলকে ম্যাচে ফেরায়। নিরন্তর ব্য়বধানে উইকেট নিয়ে নেপালকে শেষমেশ ২৩০ রানেই অল আউট করে দেয় ভারতীয় দল। জাডেজা তিন উইকেট নেন। বল হাতে তিনটি সাফল্য পান মহম্মদ সিরাজও। নেপালের হয়ে আসিফ শেখই সর্বাধিক ৫৮ রানের ইনিংস খেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মুরলিধরনের বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে আনবেন সচিন তেন্ডুলকর!