পুণে: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ 2nd Test) পুণেতে ভারতীয় ব্যাটিং লাইন আপে ফের একবার ধস নামান স্পিনাররা। বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ, শুভমন গিলরা সকলেই একে একে কিউয়িদের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হন। ভারতের ব্যাটিং ব্যর্থতায় চারিদিকে সমালোচনার ঝড়।
মিচেল স্যান্টনারের (Mitchell Santner) বলে স্যুইপ মারতে গিয়ে ফুলটস বল মিস করেন বিরাট কোহলি। ভেঙে যায় তাঁর উইকেট। মাত্র এক রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। কোহলির এই শটকে তাঁর কেরিয়ারের সবথেকে খারাপ শট বলে আখ্যা দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাটের উইকেট প্রসঙ্গে ভারতীয় প্রাক্তনী লেখেন, 'হায় ঈশ্বর! বিরাট নিজেও জানে ও সম্ভবত নিজের কেরিয়ারের সবথেকে খারাপ শট খেলে আউট হল। ওর জন্য খারাপ লাগছে। কারণ প্রতিবারের মতোই ও দৃঢ় সংকল্প নিয়েই কিন্তু মাঠে নেমেছিল।'
কোহলির উইকেটসহ মোট সাতটি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ইনিংসে ধস নামান নিউজ়িল্যান্ডের বাঁ-হাতি স্পিন বোলার মিচেল স্যান্টনার। ভারতের তারকা ব্যাটারকে এমনভাবে আউট করে কিউয়ি স্পিনার নিজেও বিস্মিত। 'কোহলিকে এমনভাবে আউট করাটা বেশ বিস্ময়কর। বলটার গতিটা খানিকটা কমিয়েছিলাম। এই গতি বদলটাই লাভদায়ক হয়।' বলেন স্যান্টনার।
এই নিয়ে ২০২১ সালের পর থেকে ২১ বার স্পিনের বিরুদ্ধে উইকেট হারালেন 'কিং কোহলি'। তিনি বারংবার স্পিনের বিরুদ্ধে পর্যুদস্ত হচ্ছেন। বাংলাদেশ সিরিজ়ের আগে বেশ খানিকটা সময় ছুটি ছিল ভারতীয় ক্রিকেটারদের। সেই সময় ঋষভ পন্থ, সরফরাজ খানরা দলীপ ট্রফি খেলেন। কিংবদন্তি অনিল কুম্বলের মতে কোহলিও ঘরোয়া ক্রিকেটে মাঠে নামলে তিনি লাভবানই হতেন। কুম্বলে বলেন, 'ম্যাচ পরিস্থিতি এক, দুইটো ইনিংস হয়তো ওকে সাহায্য করত। শুধুমাত্র অনুশীলন করার থেকে একটা ম্যাচ খেলা নিঃসন্দেহে অনেক বেশি লাভদায়ক। তবে আমার মনে হয় না এটা করলেই স্পিন খেলার ওর সব সমস্যা শেষ হয়ে যাবে।'
কোহলি নিজের এই খারাপ সময় কাটিয়ে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ফের স্পিন-কাঁটায় বিদ্ধ বিরাট, 'ঘরোয়া ক্রিকেট খেললে লাভ হত', কোহলি প্রসঙ্গে মত অনিল কুম্বলের