পুণে: প্রথম ইনিংসে ১০৩ রানের বিরাট লিড হজম করতে হয়েছে ভারতকে (India vs NZ)। ম্যাচের মোড় ঘোরাতে দ্বিতীয় ইনিংসে বলে, ব্যাটে দাপট দেখাতে হবে টিম ইন্ডিয়াকে। ম্যাচের মোড় কি ঘুরবে? 


স্পিনাররা চেষ্টা শুরু করেছেন। নিউজ়িল্যান্ড দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন চা পানের বিরতি পর্যন্ত ৮৫ রানে ২ উইকেট হারিয়েছে। দুটি উইকেটই ভারতীয় স্পিনারদের। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর প্রথম ধাক্কা দেন ডেভন কনওয়েকে ফিরিয়ে। তারপর উইল ইয়ংকে তুলে নিয়েছেন আর অশ্বিন। সব মিলিয়ে ভারতের চেয়ে ১৮৮ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে এখনও ৮ উইকেট। ম্যাচে ফিরতে হলে নাটকীয় কিছু করতে হবে ভারতীয় বোলারদের।


আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার




প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ছন্দে ভারতীয় স্পিনাররা। তবে নিউজ়িল্যান্ডের ব্যাটাররাও বুঝিয়ে দিয়েছেন যে, দ্রুত রান তুলে বড় রানের বোঝা তাঁরা চাপিয়ে দিতে চান ভারতের ওপর। পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের পিচে বল ঘুরছে, লাফাচ্ছে, কোনও কোনও বল নীচু হচ্ছে। ভারতের প্রথম ইনিংস এই পিচে ১৫৬ রানে গুটিয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে আড়াইশো রান তুলতে হলেও তা অগ্নিপরীক্ষার সামিল ভারতের কাছে।

আর নিউজিল্যান্ডের কাছে পুণেতেও হার মানে সিরিজ হাতছাড়া হওয়া। প্রথম টেস্টে হেরে তিন ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে হলে পুণেতে রোহিত শর্মাদের জিততেই হবে। আর পরাজয় মানে তৃতীয় টেস্ট কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

 



২০১২ সালের পর থেকে আর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। সেবার অ্যালেস্টেয়ার কুকের ইংল্যান্ড ভারতে এসে ভারতকে হারিয়ে দিয়ে গিয়েছিল। দুই ইংরেজ স্পিনার গ্রেম সোয়ান ও মন্টি পানেসর ত্রাস হয়ে উঠেছিলেন ভারতের। ফের এক বিদেশি স্পিনারের সামনেই কেঁপে গেল ভারত। মিচেল স্যান্টনারকে খেলতে না পেরে ম্যাচ হারার আতঙ্কে ভারতীয় দল। েখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।