ইনদওর: প্রথম ম্যাচে দুরন্তভাবে নিউজ়িল্যান্ডকে (India vs New Zealand) হারালেও, রাজকোটে ওয়ান ডে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলকে পরাজিত হতে হয়। দুই ম্যাচেই ভারতীয় বোলিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন উঠেছিল কেন অর্শদীপ সিংহকে (Arshdeep Singh) খেলানো হচ্ছে না, সেই নিয়েও। অবশেষে সিরিজ় নির্ণায়ক তৃতীয় ওয়ান ডেতে সুযোগ পেলন অর্শদীপ।
ইনদওরে সিরিজ় নির্ণায়ক ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণের বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন অর্শদীপ। টিম ইন্ডিয়া একাদশে এই একটি বদল ঘটিয়েই মাঠে নেমেছে। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তবে নিউজ়িল্যান্ড কিন্তু নিজেদের একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছে। এক টানটান লড়াইয়ের অপেক্ষায় সকলে।
এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে গিল বলেন, 'এই মাঠ হাইস্কোরিং তাই সেই কথা ভেবেই আজ আমরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখানে খুব বেশি শিশির পরবে বলে মনে হয় না। পিচটা বেশ ভালই বলে মনে হচ্ছে। সামনে একটা লক্ষ্য থাকলে সেই রান তাড়া করলে বেশ ভালই হয়।'
গত ম্যাচে মূলত মিডল ওভারে ভারতীয় দলের উইকেট নেওয়ার ব্য়র্থতা নিয়ে বেশ সমালোচনা হয়। দলের কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন, সেই প্রশ্নের জবাবে গিলের মতামত, 'মাঝের ওভারগুলিতে আমাদের নিজেদের বোলিং লেংথে খানিকটা তারতম্য ঘটানোর প্রয়োজন। ওই সময়টায় উইকেট না নিলে রান আটকানোটা খুব কঠিন হয়ে যায়। তাই এই জায়গাটায় আমরা উন্নতি করার লক্ষ্যে রয়েছি।'
কিউয়িরা যে ভারতীয় দলকে বেশ চাপে ফেলেছে, সেকথা টসের সময়ই স্বীকার করে নেন গিল। তবে এই ধরনের ম্যাচ ও চ্যালেঞ্জের জন্যই যে দল মুখিয়ে সেকথাও জানান তিনি। সিরিজ় নির্ণায়ক ম্যাচে জিততে মরিয়া শুভমনরা। আর সেই লক্ষ্যে ইতিহাসের কথা মাথায় রাখলে আজকের ভেন্যু ইনদওরের হোলকার স্টেডিয়ামের থেকে ভাল মাঠ হয় না।
ওয়ান ডেতে ইনদওরের হোলকার স্টেডিয়ামে ভারতের রেকর্ড দুরন্ত। কিউয়িদের বিরুদ্ধে রবিবারের ম্যাচটি হোলকার স্টেডিয়ামে ভারতের অষ্টম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। এর আগে এই মাঠে নিজেদের সাত ম্যাচ খেলে সাতটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। এবার দেখার টিম ইন্ডিয়া আজ আটে আট করে সিরিজ় নিজেদের নামে করতে পারে কি না।