IND vs NZ, 3rd T20 Live: ১৬৮ রানের বিশাল ব্যবধানে কিউয়িদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
IND vs NZ, 3rd T20, Narendra Modi Stadium: সেরকম কোনও পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। বরং মনে করা হচ্ছে, আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের ম্যাচ হবে।
১৬৮ রানের বিশাল ব্যবধানে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের।
নিউজিল্যান্ডের ৯ নম্বর উইকেটের পতন।
নিউজিল্যান্ডের অষ্টম উইকেটের পতন। এবার উইকেট তুললেন শিভম মাভি।
নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন। এবার বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব।
৫ ওভারে ২২ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।
এবার উইকেট তুললেন উমরান মালিক। বোল্ড করলেন মাইকেল ব্রেসওয়েলকে।
নিউজিল্য়ান্ডের চতুর্থ উইকেটের পতন। ৭ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খোয়াল নিউজিল্য়ান্ড।
পরপর উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ড। মাত্র ৫ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে কিউয়িরা।
ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট পেলেন অর্শদীপ সিংহ। ক্যাচ আউট হয়ে ফিরলেন ডেভন কনওয়ে।
নিউজিল্য়ান্ডের প্রথম উইকেটের পতন। হার্দিক পাণ্ড্যর বলে ফিরলেন ফিন অ্য়ালেন।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল।
সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিল। ৫৪ বলে সেঞ্চুরি পূরণ গিলের।
ভারতের তৃতীয় উইকেটের পতন। ফিরে গেলেন সূর্যকুমার যাদব।
অর্ধশতরান করলেন শুভমন গিল। ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ করলেন গিল।
২২ বলে ৪৪ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রাহুল ত্রিপাঠী।
ঝড়ের গতিতে রান তুলছেন গিল, ত্রিপাঠী।
ভারতের প্রথম উইকেটের পতন। ফিরলেন ঈশান কিষাণ।
ওপেনে নামলেন শুভমন গিল, ঈশান কিষাণ।
খেলার আগে সংবর্ধনা দেওয়া হচ্ছে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।
আজও একাদশের বাইরেই পৃথ্বী শ। পুরনো একাদশই ধরে রাখল ভারত।
টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
প্রেক্ষাপট
আমদাবাদ: লখনউ ম্যাচের পিচ নিয়ে এখনও বিতর্ক চলছে। যে ম্যাচে ৯৯ রান তুলেছিল নিউজিল্যান্ড (Ind vs NZ)। আর সেই রান তাড়া করে রীতিমতো কষ্টসাধ্য ছিল ভারতের (Team India) জয়। আমদাবাদে আজ, বুধবার টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচেও কি পিচ বিতর্ক তাড়া করবে?
নজরে থাকবেন ঈশান কিষাণ। যিনি ডিসেম্বরে ওয়ান ডে ম্যাচে এক ইনিংসে ২১০ রান করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু পরের আট ইনিংস মিলিয়ে তার অর্ধেক রানও করতে পারেননি। তবে রাহুল দ্রাবিড় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর সকলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষপাতী। যে কারণে ঈশানের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে না। তার ওপর উইকেটকিপিংয়ে এই মুহূর্তে আর বিকল্পের কথা ভাবছে না টিম ইন্ডিয়া। বাঁহাতি ব্যাটসম্যান হিসাবেও দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্যও যোগ করছেন ঝাড়খণ্ডের তরুণ।
গত ২ সপ্তাহে ৬টি ম্যাচ খেলতে হচ্ছে দুই দলকে। ক্লান্তি সরিয়ে ভাল ক্রিকেট খেলা লক্ষ্য দুই দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আপাতত ১-১ অবস্থায়। বুধবারই ঠিক হয়ে যাবে, কাদের হাতে উঠবে ট্রফি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -