IND vs NZ 3rd Test Live: দেড়শোর কাছাকাছি লিড কিউয়িদের, তৃতীয় দিনেই কি জয় ছিনিয়ে নেবে ভারত?
India vs New Zealand Test | ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট লাইভ আপডেট: তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দল আপাতত নিউজ়িল্যান্ডের থেকে ১৪৯ রানে পিছিয়ে।
দ্বিতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৭১ রান তুলে নিল কিউয়িরা। এখনও তাঁরা এগিয়ে ১৪৩ রান।
অশ্বিনের ক্যারম বলের শিকার উইল ইয়ংও। ৫১ রান করে কট অ্যান্ড বোল হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কিউয়ি ব্যাটার।
ইস সোধি আউট। জাডেজার আরও একটি শিকার। ৮ রান করে কিউয়ি স্পিনার প্যাভিলিয়নে ফিরলেন বিরাটের হাতে ক্যাচ দিয়ে।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরানের ইনিংস খেললেন উইল ইয়ং। ১২০ রানের লিড নিয়ে নিয়েছে নিউজিল্য়ান্ড।
১৪ বলে ২৬ রানের ইনিংস খেলে অশ্বিনের ক্যারম বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরলেন গ্লেন ফিলিপস। কিউয়িদের ষষ্ঠ উইকেটের পতন।
কিউয়িদের পঞ্চম উইকেটের পতন। জাডেজার বলে মাত্র ৪ রান করে বোল্ড হয়ে গেলেন টম ব্লান্ডেল।
২১ রান করে প্যাভিলিয়ন ফিরলেন ড্যারেল মিচেল। জাডেজার বলে অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
পরপরগুই ওভারে দুই সাফল্য এল। কনওয়েকে ২২ রানে আউট করেন সুন্দর। পরের ওভারেই রাচিনকে চার রানে ফেরান অশ্বিন। ৪৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে নিউজ়িল্যান্ড।
নিউজ়িল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিলেন ওয়াশিংটন সুন্দর। ২২ রানে কনওয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারাল কিউয়িরা। আপাতত তাঁরা ১১ রানে এগিয়ে।
চা বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর এক উইকেটের বিনিময়ে ২৬ রান। আপাতত দুই রানে পিছিয়ে কিউয়িরা।
আকাশের দুরন্ত ইনস্যুইংয়ে কুপোকাত টম ল্যাথাম। মাত্র এক রানে ল্য়াথামের উইকেট ছিটকে দেন আকাশ দীপ। দুই রানেই প্রথম উইকেট হারাল কিউয়িরা।
ভারতীয় ইনিংস শেষ। ২৬৩ রানে অল আউট হল টিম ইন্ডিয়া। আকাশ দীপ রান আউট হওয়ায় শেষ হল ভারতের ইনিংস। ৩৮ রানে অপরাজিতই রয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর।
পয়মন্ত ওয়াংখেড়েতে ফের জ্বলে উঠলেন আজাজ পটেল। শেষবার ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন এই মাঠেই। এবার অশ্বিনকে আউট করে পাঁচ উইকেট নিয়ে নিলেন তিনি। ২৪৭ রানে নয় উইকেট হারাল ভারত।
আজাজ পটেলের বলে দুরন্ত বাউন্ডারি হাঁকিয়ে প্রথম ইনিংসে ভারতকে এগিয়ে দিলেন আর অশ্বিন। চার রানে এগিয়ে ভারত। আপাতত অশ্বিন ছয় ও সুন্দর ১৪ রানে ব্যাট করছেন।
গত ওভারে জাডেজা ফিরেছিলেন, ঠিক পরের ওভারেই খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন সরফরাজ খান। ২০৪ রানে সপ্তম উইকেট হারাল ভারত। কিউয়িদের থেকে কিন্তু এখনও ৩১ রানে পিছিয়ে ভারত।
সদ্যই দু'শো রানের গণ্ডি পার করেছিল ভারত। তবে লাঞ্চের বিরতির পর দ্বিতীয় ওভারেই ১৪ রানে সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ২০৩ রানে ষষ্ঠ উইকেট হারাল ভারত।
প্রথম সেশনটা যে ভারতের দখলে গেল, তা বলাই বাহুল্য। মাত্র এক উইকেট হারিয়ে এই সেশনে ৪.৫৪ রান প্রতি ওভারে মোট ১০৯ রান যোগ করল টিম ইন্ডিয়া। ভারতের স্কোর ১৯৫/৫। শুভমন গিল ৭০ ও রবীন্দ্র জাডেজা ১০ রানে খেলছেন।
৯৬ রানে ভাঙল পার্টনারশিপ। ৬০ রানে ইশ সোধির বলে এলবি হলেন পন্থ। ডিআরএস নিয়েও লাভ হয়নি। ১৮০ রানে পড়ল ভারতের পঞ্চম উইকেট।
গিলের ক্যাচ আগেই পড়েছিল। এবার ৫৩ রানে ঋষভ পন্থের সহজ ক্যাচ ফেললেন ম্য়াট হেনরি। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬৯/৪।
মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করলেন পন্থ। ভারতীয় হিসাবে কিউয়িদের বিরুদ্ধে টেস্টে দ্রুততম অর্ধশতরান এটি। হাফসেঞ্চুরি পূরণ করেছেন গিলও। ৩০ ওভারে ভারতের স্কোর ১৫৯/৪।
পন্থ ও গিলের আগ্রাসী ব্যাটিং অব্যাহত। দিনের প্রথম ১০ ওভারে ৬৫ রান তুলল ভারত। গিল ৪৯ ও পন্থ ৪৮ রানে ব্যাট করছেন। ভারতীয় দল ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলল।
জীবনদান। ৪৫ রানে শুভমন গিলের কার্যত লোপ্পা এক ক্যাচ মিস করলেন মার্ক চ্যাপম্যান।
দুরন্ত গতিতে দিনের শুরুটা করেছেন গিল ও পন্থ। প্রথম পাঁচ ওভারেই ২৮ রান তুলে ফেলেছেন দুইজনে। শতরানের গণ্ডিও পার করে ফেলেছে ভারত। ২৪ ওভার শেষে ভারত ১১৪/৪।
দিনের শেষবেলায় ৮ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বেশ খানিকটা চাপে রয়েছে। দিনশেষে কিউয়িদের ২৩৫ রানের জবাবে ভারতের স্কোর ৮৬/৪। সেখান থেকেই আজকের খেলা শুরু করবেন ঋষভ পন্থ ও শুভমন গিল। তাঁরা যথাক্রমে ১ ও ৩১ রানে ব্যাট করছেন।
প্রেক্ষাপট
মুম্বই: মাত্র ৮ বল। ১৫ মিনিট। আর তাতেই আতঙ্ক ছড়াল ভারতীয় শিবিরে।
শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভাল শুরু করার পরেও দিনের একেবারে শেষ লগ্নে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত (India vs NZ)। শুরুটা হয়েছিল যশস্বী জয়সওয়ালকে দিয়ে। ক্রিজে ততক্ষণে সেট হয়ে গিয়েছেন বাঁহাতি যশস্বী। কিউয়ি স্পিনার আজাজ পটেলকে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বোল্ড হলেন। রিপ্লে দেখলে যশস্বী নিশ্চয়ই ছটফট করবেন। রাতে তাঁর ঘুম হলে হয়!
৩০ রান করে যশস্বী যখন ফিরলেন, দিনের খেলা তিন ওভার মতো বাকি ছিল। তবে আলো হু হু করে পড়ে আসছিল। ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সামান্য কয়েকটি বল দেখে কাটিয়ে দেওয়ার জন্য নৈশপ্রহরী হিসাবে নামানো হয়েছিল মহম্মদ সিরাজকে। আজাজের প্রথম বলই তিনি পিছনের পায়ে লাগালেন। আম্পায়ার আঙুল তুলতে দেরি করেননি। নিশ্চিত আউট জেনেও ডিআরএস নিলেন সিরাজ। তাতে সিদ্ধান্ত বদলায়নি। উল্টে একটি ডিআরএস নষ্ট হল।
টিভি ক্যামেরায় ড্রেসিংরুমের ব্যালকনিতে বসে থাকা গৌতম গম্ভীরের মুখ ধরল। দুশ্চিন্তার চিহ্ন। নামলেন বিরাট কোহলি। হ্যাটট্রিক রুখে দিলেন আজাজের। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে ফিরলেন রান আউট হয়ে। শেষ দুই ইনিংসে দুটি রান আউটের সঙ্গে জড়িয়ে থাকল কোহলির নাম। যাঁর রানিং বিট্যুইন দ্য উইকেটস বিশ্বের অন্যতম দ্রুততমগুলির একটি। কোহলি ফিরলেন ৪ রান করে। ৭৮/১ থেকে ৮৪/৪ হয়ে যায় ভারত।
তার আগে একবার জীবনদান পেয়েও কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মা। ব্যাট হাতে ফের ব্যর্থ ভারত অধিনায়ক। ১৫ রানে তাঁর ক্যাচ পড়েছিল। ১৮ রান করে ফিরলেন। রবীন্দ্র জাডেজা ৫ ও ওয়াশিংটন সুন্দরের ৪ শিকার এবং বল হাতে দাপট নিউজ়িল্যান্ডকে ২৩৫ রানে বেঁধে রেখেছিল। কিন্তু প্রাথমিক ব্য়াটিং বিপর্যয়ে পাল্টা চাপে ভারতও।
নিউজ়িল্যান্ডের চেয়ে এখনও ১৪৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। শনিবার পরীক্ষা ভারতের বাকি ব্যাটিংয়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -