IND vs NZ 3rd Test Live: ওয়াংখেড়েতেও হার, প্রথমবার ঘরের মাঠে ৩-০ হোয়াইটওয়াশ ভারতীয় দল

India vs New Zealand Test: ওয়াংখেড়েতে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। হাতে আর মাত্র একটি উইকেট রয়েছে।

ABP Ananda Last Updated: 03 Nov 2024 01:18 PM
IND vs NZ 3rd Test Live Score: হোয়াইটওয়াশ

চার বল, তিন উইকেট, খেলা শেষ। ১২১ রানেই অল আউট হয়ে গেল ভারতীয় দল। ২৫ রানে হারতে হল ম্যাচ।

IND vs NZ 3rd Test Live Updates: ভাগ্য সহায়

ফিলিপ্সের বলে ডিফেন্ড করতে গিয়ে বল অশ্বিনের ব্যাটে লেগে উইকেটের দিকে ধেয়ে যায়। অশ্বিন বাঁচাতে যান তবে বল সেই উইকেট লাগেই। কিন্তু সৌভাগ্যক্রমে বেল পড়েনি। অশ্বিনের ব্যাটও আরেকটু হলেই উইকেটে লাগত। কিন্তু বেঁচে যান তিনি। হয়তো এই ভাগ্যটাই ভারতের প্রয়োজন ছিল।  

IND vs NZ 3rd Test Live Score: পন্থ আউট

এক অনবদ্য ৬৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ। আবারও ৫ উইকেট নিলেন আজাজ পটেল। পন্থ অত্যন্ত হতাশ হয়ে সাজঘরে ফিরলেন। তাঁর হাবভাব দেখে আন্দাজ করা যায় তিনি তৃতীয় আম্পায়রের সিদ্ধান্তে সন্তুষ্ট নন।

IND vs NZ 3rd Test Live Updates: মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম সেশনের শেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৯২ রান। ঋষভ ৫৩ এবং ওয়াশিংটন সুন্দর ছয় রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। জয়ের জন্য ভারতকে এখনও আরও ৫৫ রান করতে হবে।

IND vs NZ 3rd Test Live Score: অনবদ্য পন্থ

যেখানে অর্ধেক ব্যাটার ক্রিজে টিকতেই পারছেন না, সেখানে অনবদ্য অর্ধশতরান হাঁকালেন পন্থ। প্রথম ইনিংসে ৩৬ বলে এসেছিল হাফসেঞ্চুরি। এই ইনিংসে ৪৮ বলে এল পন্থের ৫০।

IND vs NZ 3rd Test Live Updates: সুন্দরের জীবনদান

বড় শট মারতে গিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। ডেভন কনওয়ে দুরন্তভাবে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করলেও অল্পের জন্য তা তাঁর নাগালের বাইরে চলে যায়। তিন রানে জীবনদান পেলেন সুন্দর।  

IND vs NZ 3rd Test Live Score: আরও এক উইকেটের পতন

আরও এক উইকেটের পতন। এবার আজাজের শিকার রবীন্দ্র জাডেজা। ছয় রানে ফিরলেন তিনি। ৭১ রানে ছয় উইকেটে হারিয়ে ফেলল ভারত। ম্য়াচ জয়ের জন্য টিম ইন্ডিয়ার এখনও ৭৬ রানের প্রয়োজন।

IND vs NZ 3rd Test Live Updates: ৫০ রানের গণ্ডি পার করল ভারত

পাঁচ উইকেট হারিয়ে কোনওরকমে ৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। বর্তমান স্কোর ৫৯/৫। পন্থ ২৬ ও রবীন্দ্র জাডেজা ছয় রানে ব্যাট করছেন।

IND vs NZ 3rd Test Live Score: ব্যাটিং ধস

শুরুতেই ব্যাটিং ধস। এবার ১ রানে আউট হলেন বিরাট কোহলি। ১৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলল ভারত।

IND vs NZ 3rd Test Live Updates: শুরুতেই বিপাকে ভারত

পরপর দুই ওভারে দুই উইকেট হারাল ভারত। রোহিতের পর ১ রানে ফিরলেন শুভমন গিল। আজাজ পটেলের সোজা বল ছেড়ে বোল্ড হলেন তিনি। ১৬ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে ভারত।

IND vs NZ 3rd Test Live Score: রোহিত আউট

স্বমহিমায় রোহিত শর্মা। ১৪৭ রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই দুই ওভারে দুইটি চার মেরে ফেলেছিলেন রোহিত শর্মা। আগ্রাসী মেজাজেই রোহিত ব্যাটিংয়ের লক্ষ্যে ছিলেন। ম্যাট হেনরির বলে পুল শটে ঠিকভাবে কানেক্ট করতে না পারায় ১১ রানেই আউট হলেন ভারতীয় অধিনায়ক। ৩ ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটে ১৩।

IND vs NZ 3rd Test Live Updates: টার্গেট ১৪৭

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে, তৃতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন ১৪৭ রান।

IND vs NZ 3rd Test Live Score: জাডেজার ৫

ম্যাচের তৃতীয় দিন নিউজ়িল্যান্ডকে অল আউট করতে মাত্র আট মিনিট ও ১৪ বল লাগল ভারতের। আজাজ পটেলকে আউট করে নিজের পঞ্চম উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। ১৭৪ রানেই অল আউট হয়ে গেল কিউয়িরা।

IND vs NZ 3rd Test Live Score: ভারতের প্রয়োজন ১ উইকেট

দ্বিতীয় ইনিংসে অশ্বিন ও জাডেজার স্পিন ভেল্কিতে বেশ ভাল জায়গায় ভারতীয় দল। জাডেজা চার ও অশ্বিন তিন উইকেট নিয়েছেন এই ইনিংসে। দ্বিতীয় দিনশেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৭১/৯। কিউয়িদের লিড ১৪৩ রান। 

প্রেক্ষাপট

মুম্বই:


পরিসংখ্যান বলছে, ওয়াংখেড়েতে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ১৬৩ রান বোর্ডে তুলতে পেরেছিল বিজয়ী দল। আর কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নেমে ১৪৪ রান চতুর্থ ইনিংসে এমনিতেই করতেই হবে ভারত। কারণ দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হল, তখন দ্বিতীয় ইনিংসে ১৭১/৯ বোর্ডে তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে আছে তারা এখনও পর্যন্ত। আগামীকাল রবিবার ম্য়াচের তৃতীয় দিনে দ্রুত কিউয়িদের শেষ উইকেট ফেলতে হবে আকাশ দীপ, সিরাজদের। এরপর হাতে ১০ উইকেট নিয়ে রান তাড়া করতে নামবে রোহিত বাহিনী। 


প্রথম ইনিংসে নিউজিল্য়ান্ড ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। তার জবাবে প্রথম ইনিংসে ভারত এদিন ২৬৩ রান বোর্ডে তুলতে পারে। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রানের ইনিংস খেলেন শুভমন গিল। ১০ রানের জন্য নিজের টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করলেন তরুণ ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ। একটু মারমুখি মেজাজেই টেস্টের ব্যাটিং করছিলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সরফরাজ আরও একবার খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন। শুক্রবারই ৮১ রানে ৪ উইকেট খুঁইয়েছিল ভারত। বিরাট কোহলি ৪ রান করে রান আউট হয়ে ফিরেছিলেন। তখন মনে হচ্ছিল যে আরও একবার হয়ত প্রথম ইনিংসে লিড না নিয়েই অল আউট হয়ে যাবে ভারত। তবে গিল ও পন্থের ব্য়াটিং ভরসা জোগালো। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৩৮ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ রানের লিড প্রথম ইনিংসে নিয়ে নেয় ভারত।


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউয়িরা শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। ল্যাথামকে বোল্ড করে দেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসার। এরপর থেকে পুরো কৃতিত্ব জাডেজা ও অশ্বিনের। দুজনে মিলে ৭ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। জাডেজা ৪টি ও অশ্বিনের ঝুলিতে এই ইনিংসে ৩টি উইকেট এসেছে। একটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। কিউয়িদের হয়ে উইল ইয়ং প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান হাঁকান। এছাড়া কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি ভারতের বোলারদের সামনে। 


হাতে আরও তিনদিন রয়েছে। এই পরিস্থিতিতে কিউয়িরা চাইবে রবিবার প্রথম এক ঘণ্টাও যদি কাটিয়ে দিতে পারে তবে ১৬০-১৭০ রান চতু্র্থ ইনিংসে লক্ষ্যমাত্রা কিন্তু কঠিন হয়ে যেতে পারে ভারতের জন্য। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.