পুণে: কথায় আছে, ভয়ঙ্কর সুন্দর। বৃহস্পতিবারের পর থেকে নিউজ়িল্যান্ড (India vs New Zealand) শিবিরে এই দুই শব্দবন্ধ চিরকালীনভাবে গেঁথে গেলেও অবার হওয়ার কিছু থাকবে না। 


বল হাতে পুণের গাহুঞ্জে স্টেডিয়ামে জ্বলে উঠলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর স্পিন জালে আটকে হাঁসফাঁস করল নিউজ়িল্যান্ড। ৭৯.১ ওভারে মাত্র ২৫৯ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস। সাত উইকেট নিয়ে সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারের সেরা বোলিংটা করলেন তামিলনাড়ুর অফস্পিনার।


একটা সময় মনে হচ্ছিল, চারশোর দিকে এগোচ্ছে নিউজ়িল্যান্ড। স্পিন অস্ত্রে নিউজ়িল্যান্ডকে ঘায়েল করার নকশা তৈরি করেছিল ভারত। যে কারণে বেঙ্গালুরুর মতো পুণেতেও খেলানো হচ্ছে তিন স্পিনার। তবে কুলদীপ যাদবের পরিবর্তে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। আর অশ্বিন থাকা সত্ত্বেও কেন আর এক অফস্পিনার? সম্ভবত সুন্দরের ব্যাটের হাতের কথা ভেবে।


যদিও টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারতকে একটু হলেও বেসামাল করে দিয়েছিল নিউজ়িল্যান্ড। তিন স্পিনারে খেলা কোনও অধিনায়কই চাইবেন না ম্যাচের চতুর্থ ইনিংসে তাঁদের ব্যাটিং করতে হোক। রোহিতও সাফ জানিয়ে দেন, তিনিও টস জিতলে শুরুতে ব্যাটিং করে নিতেন।


টম ল্যাথাম ও ডেভন কনওয়ে - নিউজ়িল্যান্ডের দুই ওপেনারই ভাল শুরু করেন। যশপ্রীত বুমরা বা আকাশ দীপ তাঁদের বিব্রত করতে পারেননি। রোহিত বল তুলে দেন অশ্বিনের হাতে। তারপরই শুরু ভেল্কি। ল্যাথামকে ফেরান অশ্বিন। উইল ইয়ংকেও ফেরান তিনি। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র মিলে ইনিংসের হাল ধরেন। দুজনই হাফসেঞ্চুরি করেন।


 






কনওয়েকে ফেরান অশ্বিন। এরপরই শুরু সুন্দর জাদু। টেস্টে প্রথমবার সাত উইকেট। এর আগে চার টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। বৃহস্পতিবার নিলেন ৭ উইকেট। মাত্র ৬২ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় নিউজ়িল্যান্ড। ১৯৭/৩ থেকে ২৫৯ রানে অল আউট হয়ে যান কিউয়িরা। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার দেশের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে বিপক্ষের ১০ উইকেটই নিলেন স্পিনাররা। এর আগে চলতি বছরে ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০ উইকেটই নিয়েছিলেন ভারতীয় স্পিনাররা।


আরও পড়ুন: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।