পুণে: সরফরাজ খান (Sarfaraz Khan) যদি জোর না করতেন, তাহলে হয়তো চাপ বাড়ত ভারতীয় শিবিরের।


ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন রান করেও এক সময় জাতীয় দলে উপেক্ষিত ছিলেন সরফরাজ। তবে যখনই সুযোগ পাচ্ছেন, ছাপ ছেড়ে যাচ্ছেন সরফরাজ। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে নিউজ়িল্যান্ডের কাছে ভারত হারলেও সোনালি রেখা হয়ে থেকে গিয়েছেন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুখে তাঁর দেড়শো রানের ইনিংসই ভারতকে ম্যাচে ফিরিয়েছিল।


সরফরাজের সেই ইনিংস ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এতটাই প্রভাবিত করেছে যে, দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানোর জন্য কে এল রাহুলের মতো নামকে ছেঁটে ফেলতেও দুবার ভাবেননি গৌতম গম্ভীর, রোহিত শর্মারা। পুণেতে দ্বিতীয় টেস্টে এখনও ব্যাটিং করার সুযোগ পাননি সরফরাজ। তবে ফিল্ডিংয়ে তাঁর জোরাজুরিতেই এক উইকেট পেল ভারত। কীভাবে?


নিউজ়িল্যান্ডের উইল ইয়ং তখন ক্রিজে জমে গিয়েছেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮ রান করে ফেলেছেন। আর অশ্বিনের বলে তাঁর বিরুদ্ধে জোরাল কট বিহাইন্ডের আবেদন ওঠে। আম্পায়ার অবশ্য সেই আবেদন নাকচ করে দেন। উইকেটকিপার ঋষভ পন্থের কাছে রোহিত জানতে চান, ডিআরএস নেবেন কি না। তবে সংশয়ে ছিলেন পন্থ। রোহিতকে দিকনির্দেশ দিতে পারেননি। ক্লোজ ইন ফিল্ডার ছিলেন সরফরাজ। তিনি এগিয়ে এসে রোহিতকে বলতে শুরু করেন, আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হোক। সরফরাজ জানান, তিনি নিজে শুনেছেন একটি আওয়াজ। যা ব্যাট বা গ্লাভসে বল লাগলে তবেই হয়। বিরাট কোহলিও তাঁকে সমর্থন করেন। তারপরই ডিআরএস নেন রোহিত।


আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেই দেখা যায়, বল সত্যিই ইয়ংয়ের গ্লাভসে লেগেছিল। আউট হন ইয়ং। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে পুণেতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ৯২/২। দুটি উইকেটই নিয়েছেন অফস্পিনার আর অশ্বিন। এই টেস্টের দলে তিনটি বদল করেছে ভারত। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, কে এল রাহুল ও কুলদীপ যাদব। পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ, শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর।


নিউজ়িল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন ডেভন কনওয়ে। ৪৭ রানে ক্রিজে রয়েছেন তিনি।


আরও পড়ুন: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।