পুণে: দেশের মাটিতে ভারত কবে শেষ টেস্ট সিরিজ হেরেছিল?


ক্রিকেটপ্রেমীদের নতুন প্রজন্ম হয়তো মনে করতে পারবেন না। তখনও নরেন্দ্র মোদি (PM Modi) ভারতের প্রধানমন্ত্রী হননি। করোনা কী বস্তু, কেউই জানতেন না। চাঁদের দুর্গম প্রান্তে তখনও ভারতের ছাপ পড়েনি।


২০১২ সালে। অ্যালেস্টেয়ার কুকের ইংল্যান্ড ভারতে এসে ভারতের দর্পচূর্ণ করে দিয়েছিল। ১২ বছর পুরনো সেই তিক্ত স্মৃতি ফেরাল নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। ভারতকে ভারতের মাটিতে টেস্ট সিরিজে হারাল। তাও এক ম্যাচ বাকি থাকতেই। ভারতের মাটিতে নিউজ়িল্যান্ডের প্রথম সিরিজ জয়।


বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হেরে পিছিয়েই ছিল ভারত। সিরিজে সমতা ফেরাতে পুণে ম্যাচ মরণ-বাঁচন হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু পুণেতেও পারল না ভারত। নিউজ়িল্যান্ডের স্পিনারদের সামনে কেঁপে গেল ব্যাটিং। শনিবার, টেস্টের তৃতীয় দিন ৩৫৯ রান তাড়া করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। ১১৩ রানে ম্যাচ জিতে সিরিজ ২-০ করে ফেলল নিউজ়িল্যান্ড। মুম্বইয়ের শেষ ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার।


ভারতে আসার আগে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলেছে নিউজ়িল্যান্ড। সেই সিরিজে ২-০ ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরেছিলেন কিউয়িরা। তারপর থেকেই আলোচনা চলছিল, কত সহজে নিউজ়িল্যান্ডকে হারাবে ভারত।


কিন্তু ক্রিকেটকে বলাই হয় মহান অনিশ্চয়তার খেলা। শ্রীলঙ্কার মাটিতে হাবুডুবু খাওয়া নিউজ়িল্যান্ড ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে দিল। রীতিমতো দাপট দেখিয়ে জিতল পরপর দুই টেস্ট। ক্রিকেট বোদ্ধারা বলছেন, শ্রীলঙ্কার মাটিতে খেলে ভারতে আসার কারণেই স্পিন কাঁটা উপড়ে ফেলেছিলেন টম ল্যাথামরা। অনেক ভাল প্রস্তুতিও সম্ভব হয়েছে সেই কারণে।


 






চলতি বছরে দেশের মাটিতে ৩টি টেস্ট হারল ভারত। একটি ইংল্যান্ডের কাছে। দুটি নিউজ়িল্যান্ডের কাছে। ১৯৮৩ সালের পর থেকে আর কখনও এক বছরে দেশের মাটিতে তিন টেস্টে হারেনি ভারত। তাও সেটা ছিল দোর্দণ্ডপ্রতাপ ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেই লজ্জাই ফিরল এবার। 


আরও পড়ুন: বাবা হাসপাতালে, দলের স্বার্থে মাঠে বাংলার অধিনায়ক, 'দানা'র ঝাপ্টায় রঞ্জি ম্যাচের প্রথম দিন পণ্ড





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।