মুম্বই: টি-টোয়েন্টি দলের ধারেকাছে নেই। প্রায় দেড় বছর আগে খেলেছেন শেষ ওয়ান ডে ম্যাচ। এবার ওয়ান ডে দল থেকেই বাদ পড়তে চলেছেন তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ঘটনাবহুল ২০২৫ সাল শেষে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় দিয়েই টিম ইন্ডিয়া ২০২৬ সাল শুরু করতে চলেছে। সেই সিরিজ়ের টি-টোয়েন্টি দলে পন্থের জায়গা হয়নি। এবার ওয়ান ডে দল থেকেও তিনি বাদ পড়তে চলেছেন।

Continues below advertisement

১১ জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে (IND vs NZ) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে খেলতে নামবে ভারত। Sports Tak-র রিপোর্ট অনুযায়ী সেই সিরিজ়ে জায়গা পাচ্ছেন না পন্থ। বহু আগেই কেএল রাহুলের কাছে পন্থ ওয়ান ডেতে প্রথম পছন্দের কিপার-ব্যাটারের জায়গা হারিয়েছেন। তিনি দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলের অঙ্গ ছিলেন বটে, তবে সেই সিরিজ়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তাঁকে দল থেকেই ছেঁটে ফেলা হতে পারে বলে দাবি করা হচ্ছে।

পন্থের বদলে তাহলে কে সুযোগ পেতে পারেন? খবর অনুযায়ী পন্থের জায়গায় দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও সুযোগ পেতে পারেন ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মের সুবাদে ঈশান বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এবার তাঁকে ওয়ান ডেতেও পরখ করে দেখা হতে পারে। 

Continues below advertisement

ঈশানের পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ফিরতে পারেন শুভমন গিলও। সদ্যই টি-টোয়েন্টি দল থেকে ছাঁটাই করা হয়েছে গিলকে। ঘাড়ের চোটের জন্য গিল প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলতে পারেননি। তাঁর বদলে কেএল রাহুল অধিনায়কের দায়িত্ব পালন করেন। তবে তিনি ফিট হয়ে গিয়েছেন বলেই। তাই ফের একবার তাঁকেই আসন্ন ওয়ান ডে সিরিজ়ে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজের ফিটনেস অনুশীলন শুরু করলেও অবশ্য তাঁর এই সিরিজ়ে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে।                          

তবে কবে হবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আগামী ৩ বা ৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা করা হতে পারে।