IND vs NZ 2nd ODI Live: ১৭৯ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে একপেশেভাবে হারাল ভারত, সিরিজও পকেটে

IND vs NZ 2nd ODI: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত।

ABP Ananda Last Updated: 21 Jan 2023 06:26 PM
Ind vs NZ Live: ৮ উইকেটে জয়ী ভারত

১৭৯ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল।

Ind vs NZ Live: ১১ রান করে স্টাম্পড হলেন বিরাট

৯ বলে ১১ রান করে স্টাম্পড হলেন বিরাট কোহলি। ভারতের স্কোর ৯৮/২।

Ins vs NZ Score Live: ৫১ রান করে আউট হলেন রোহিত

৫০ বলে ৫১ রান করে আউট হলেন রোহিত শর্মা। ক্রিজে শুভমন গিলের সঙ্গে বিরাট কোহলি।

Ind vs NZ Live: ৪৭ বলে ৫০ সম্পূর্ণ করলেন রোহিত

মাত্র ৪৭ বলে ৫০ সম্পূর্ণ করলেন রোহিত শর্মা। ১৩ ওভারে বিনা উইকেটে ৭১ রান ভারতের।

IND vs NZ 2nd ODI Score Live: ভারতের স্কোর ২৯/০

৭ ওভারের শেষে ভারতের স্কোর ২৯/০। ক্রিজে রোহিত শর্মা ও শুভমন গিল।

IND vs NZ Score Live: ভারতের স্কোর বিনা উইকেটে ১ রান

রান তাড়া করতে নেমে প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১ রান।

IND vs NZ 2nd ODI Score Live: নিউজিল্যান্ড অল আউট

মাত্র ১০৮ রানেই শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে মহম্মদ শামি সর্বাধিক তিন উইকেট নেন।

IND vs NZ Score Live: পরপর ওভারে সাফল্য

পরপর দুই ওভারে দুই সেট ব্যাটারকে সাজঘরে ফেরাল ভারতীয় দল। গ্লেন ফিলিপ্সকে ৩৬ রানে ফেরান ওয়াশিংটন সুন্দর, মিচেল স্যান্টনারকে ২৭ রানে ফেরান হার্দিক পাণ্ড্য। ৩২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১০৩/৮।

IND vs NZ 2nd ODI Score Live: শতরানের দোরগোড়ায়

৫৬ রানে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ইতিমধ্যেই ৪১ রান যোগ করে ফেলেছেন ফিলিপ্স ও স্যান্টনার। ২৯ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯৮/৬। 

IND vs NZ Score Live: শামির তৃতীয় উইকেট

গত ম্যাচের  শতরানকারী ব্রেসওয়েল এই ম্যাচেও শুরুটা ভালই করেছিলেন। তবে ২২ রানেই তাঁর ইনিংস সমাপ্ত করেন মহম্মদ শামি। ৫৬ রানে ষষ্ঠ উইকেট হারাল নিউজিল্যান্ড।

IND vs NZ 2nd ODI Score Live: ফিলিপ্স-ব্রেসওয়েলের লড়াই

১৫ রানে পাঁচ উইকেট হারানোর পর আপাতত গ্লেন ফিলিপ্স ও মাইকেল ব্রেসওয়েল লড়াই চালাচ্ছেন। ইতিমধ্যেই ষষ্ঠ উইকেটে ২৮ রান যোগ করে ফেলেছেন দুই কিউয়ি তারকা। ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪৩/৫।

IND vs NZ Score Live: সাজঘরে ফিরল অর্ধেক দল

কিউয়ি দলকে পঞ্চম ধাক্কা দিলেন শার্দুল ঠাকুর। মাত্র ১ রানে টম ল্যাথামকে ফেরালেন শার্দুল। ১৫ রানেই আধা নিউজিল্যান্ড দল সাজঘরে ফিরল।

IND vs NZ 2nd ODI Score Live: দুর্দান্ত হার্দিক

১৫ রানেই চতুর্থ উইকেট হারাল নিউজিল্যান্ড। অসাধারণ ফিল্ডিংয়ের পরিচয় দিয়ে নিজের বোলিংয়েই এক দুরন্ত ক্যাচ ধরেন হার্দিক পাণ্ড্য। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ১৫/৪। ইতিমধ্যেই শামি দুই এবং হার্দিক, সিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

IND vs NZ Score Live: দুরন্ত শুরু

ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই উইকেট হারিয়ে রক্ষণাত্মকভাবেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই নিউজিল্যান্ড ব্যাটার কনওয়ে এবং নিকোলস। তবে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নিকোলসে ফিরিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দেন সিরাজ। কিউয়িদের স্কোর ৮/২।

IND vs NZ 2nd ODI Score Live: প্রথম ওভারেই সাফল্য

প্রথম ওভারেই সাফল্য। মহম্মদ শামি শূন্য রানে ফেরালেন ফিন অ্যালেনকে। প্রথম ওভার শেষে নিউজিল্যান্ড ০/১।

IND vs NZ Score Live: অপরিবর্তিত দল

গত ম্যাচের দলই ধরে রাখল টিম ইন্ডিয়া। অপরিবর্তিত একাদশই নিয়ে মাঠে নামছে ভারত। ইশ সোধি ফিট না হওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না।

IND vs NZ 2nd ODI Score Live: টস জিতল ভারত

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে রোহিত ব্যাট না বল কী করবেন, সেই সিদ্ধান্তই নিতে পারছিলেন না। বেশ কয়েক সেকেন্ড পরে তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

প্রেক্ষাপট

রায়পুর: হিদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে রায়পুরের এই মাঠেই। ভারতে ৫০তম মাঠ হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ আয়োজিত হতে চলেছে এখানে। প্রথম ম্যাচ আয়োজন ঘিরে উন্মাদনা রায়পুর জুড়ে। যে মাঠের দর্শকাসন ৪৯ হাজার।


২০০৮ সালে তৈরি এই মাঠ ভারতের (Team India) তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। গোটা বিশ্বের নিরিখে চতুর্থ বৃহত্তম। ছত্তীসগঢ় রাজ্য ক্রিকেট সংস্থার সচিব মুকুল তিওয়ারি বলেছেন, 'আমাদের কাছে এটা গর্বের মুহূর্ত। ক্রিকেট নিয়ে গোটা রাজ্যে দারুণ উন্মাদনা। যা কিছুটা বোঝা যাচ্ছে টিকিট বিক্রির ছবি থেকে। আমরা টিকিট বিক্রি শুরু করার ৬ ঘণ্টার মধ্যে সব নিঃশেষ হয়ে যায়। এখনও টিকিটের খোঁজে স্টেডিয়ামের বাইরে মানুষ ভিড় করছেন। আমরা স্কুলপড়ুয়াদের জন্য ৩০০ টাকা দামের ৪ হাজার টিকিট সংরক্ষণ করে রেখেছি।'                                                                        


চলতি বছরে দেশের মাটিতে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চায় রায়পুর। আর সেই কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচকে স্মরণীয় করে তুলতে চায় ছত্তীসগঢ় ক্রিকেট সংস্থা।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.