নাগপুর: শীতের কামড় অনেকটাই কম । তবু, গোটা ভারতেই সন্ধ্যার পরই শিশির পড়ছে । নৈশালোকের ক্রিকেট ম্যাচ মানেই পরে বোলিং করা দল শিশিরের জন্য বল গ্রিপ করতে সমস্যায় পড়বে । আর ভারতকে (India vs New Zealand) সেই চ্যালেঞ্জের মুখেই ফেলল নিউজ়িল্যান্ড । নাগপুরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার । ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন তিনি । যাতে ভারত পরে বল করে এবং শিশিরের জন্য সমস্যায় পড়ে ।
ভারতের একাদশে বড় চমক থাকে কি না, অনেকেই দেখার অপেক্ষায় ছিলেন । বিশেষ করে, শ্রেয়স আইয়ার একাদশে থাকেন কি না । তবে শ্রেয়স খেলছেন না । অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন যে, তিন নম্বরে ঈশান কিষাণকে খেলাবেন । দেখা গেল, তিন নম্বরেই রয়েছেন কিষাণ । একাদশে ফিরেছেন রিঙ্কু সিংহ । তবে তিলক বর্মা নেই । তিনি এখনও ফিট নন । হর্ষিত রানা, কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইকেও একাদশে রাখা হয়নি ।
ভারতের একাদশ
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা ।
নিউজ়িল্যান্ডের একাদশ
টিম রবিনসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, ঈশ সোধি ও জেকব ডাফি ।
টসের পর সূর্যকুমার বলেন, 'আমরাও প্রথবে বোলিং করার কথা ভেবেছিলাম কারণ, আমাদের প্র্যাক্টিসের সময় রাত সাড়ে আটটা নাগাদ বেশ শিশির পড়ছিল । তবে বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চেপে ধরার ব্যাপারেও খুব একটা কসুর রাখব না ।'