বঢোদরা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই নতুন বছর, ২০২৬-এ প্রথমবার ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। একেই বছরের প্রথম ম্যাচ তার ওপর আবার দলের অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন। এছাড়া দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি তো আছেনই, সব মিলিয়ে এই নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ় ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে।
ভারত এবং নিউজ়িল্যান্ড বর্তমানে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম ও দ্বিতীয় ওয়ান ডে দল। তাই দুই শক্তিধর দেশের সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এক নজরে দেখে নেওয়া যাক এই ম্যাচের ব্রডকাস্টিং সংক্রান্ত না না খুঁটিনাটি।
কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?
বঢোদরায় বিসিএ স্টেডিয়াম (কোতাম্বি), ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজন করতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের লড়াই?
১১ জানুয়ারি, রবিবার খেলা শুরু হবে দুপুর ১.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর একটায়।
কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?
ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচটি।
তবে এই হাইভোল্টেজ সিরিজ় শুরুর আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ। শনিবার সিরিজ় শুরুর আগের দিন অনুশীলন করার সময়ই চোট পেলেন দলের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ। শনিবার বঢোদরায় নেটে থ্রো ডাউন স্পেশালিস্টদের বল খেলার সময় ঋষভ পন্থ আহত হন। একটি বল তাঁর কোমরের ঠিক উপরে লাগে। এর পরে তিনি মাঠের বাইরে চলে যান। যদিও এর আগে তিনি ৫০ মিনিট ধরে ব্যাটিং অনুশীলন করেছিলেন। তিনি ভাল ছন্দে ছিলেন। যদিও পন্থের চোট নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি আসেনি।
অবশ্য সাম্প্রতিক কালে পন্থ ভারতীয় ওয়ান ডে দলে থাকলেও প্রথম পছন্দ হিসাবে উইকেটের পিছনে দায়িত্ব সামলেছেন কেএল রাহুলই। রবিবারও রাহুলকেই কিপার-ব্যাটার হিসাবে দেখার সম্ভাবনা প্রবল। সেই বিষয়ে বিন্দুমাত্র সংশয় থাকলেও, পন্থের চোট সম্ভবত রাহুলের কিপার-ব্যাটার হিসাবে খেলায় সিলমোহর দিয়ে দিল।