ক্যান্ডি: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) নিজেদের এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের (Indian Cricket Team) ত্রাতা হয়ে উঠলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিতে ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হওয়ার পরে হার্দিক ও ঈশান ১৩৮ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। যদিও দুইজনের কেউই ব্যক্তিগত শতরান হাঁকাতে পারেননি। ঈশান ৮১ বলে ৮২ রান ও হার্দিক ৯০ বলে ৮৭ রান করেন। এই দুইয়ের দৌলতেই ভারত নির্ধারিত ২৬৬ রান তুলল।


ইনিংসের শুরুর দিকে পাকিস্তানের আগুনে বোলিংয়ের সামনে ফের ব্যর্থ হয় ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন ঈশান ও হার্দিক। ১৫ ওভারের মধ্যেই ৬৬ রানে চার উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল ভারতীয় দল। ফের ভারতীয় টপ অর্ডারে বাঁ-হাতি বোলারের জুজু। শাহিন শাহ আফ্রিদির বলেই ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলি বোল্ড হন। রোহিত ১১ ও বিরাট চার রানে সাজঘরে ফেরেন।


দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শ্রেয়স আইয়ারও শুরুটা খুবই ভাল করেছিলেন। তবে তিনি ফিল্ডারের হাতে বল মেরে বসেন। শুভমন গিলকে তো গোটা ইনিংস জুড়ে ছন্দে দেখায়নি। দুইজনকেই সাজঘরে ফেরান হ্যারিস রউফ। এরপরেই হার্দিক ও ঈশান লড়াই শুরু করেন। মিডল অর্ডারে ব্যাট করতে অভ্যস্ত না হলেও, চাপের মুখে ঈশান কিন্তু দুরন্ত আগ্রাসী ব্যাটিং করেন। ৫৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। হার্দিক ৬২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। হার্দিক-ঈশানের পার্টনারশিপে ভর করেই দু'শো রানের গণ্ডি পার করে ভারত।


তবে তারপরেই ৮১ বলে ৮২ রান করে ফেরেন ঈশান। ২০৪ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। হার্দিক-জাডেজা অবশ্য ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তবে। শাহিন, হ্যারিসরা আক্রমণে ফিরতেই ফের একবার ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। তিন রানের ব্যবধানে তিন উইকেট হারায় ভারত। ৯০ বলে ৮৭ রান করে আউট হন হার্দিক। শেষমেশ যশপ্রীত বুমরা কয়েকটি শট মেরে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করান। তিনি ১৬ রান করেন। শাহিন পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন। তিনটি করে উইকেট নেন হ্যারিস রউফ ও নাসিম শাহ। এই প্রথমবার এশিয়া কাপ কোনও দলের হয়ে ১০ উইকেটই নিলেন দলের ফাস্ট বোলাররা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: শতরানের পার্টনারশিপে নতুন ইতিহাস গড়লেন হার্দিক-ঈশান