পাল্লেকেলে: এশিয়া কাপের (Asia Cup) দলে তিনি নেই। ওয়ান ডে বিশ্বকাপের দলেও যে থাকবেন, সেরকম কোনও জোরাল ইঙ্গিত নেই। সে যতই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলুন না কেন যে, জাতীয় দলের দরজা কারও জন্যই বন্ধ হয়ে যায়নি।


কিন্তু এশিয়া কাপ থেকে নিজেকে খুব একটা বিচ্ছিন্ন রাখতে পারেননি আর অশ্বিন। কী করেই বা রাখবেন? ভারত-পাকিস্তান দ্বৈরথ বলে কথা।


দেশে বসে তাই অশ্বিন চোখ রেখেছেন টিভির পর্দায়। আর ভারত-পাক আবহ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।


ভারত-পাক ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়ার রোমাঞ্চ যে কী রকম অবিশ্বাস্য, জানিয়েছেন অশ্বিন। পাল্লেকেলেতে শনিবার তখন ভারত-পাক ম্যাচ শুরু হয়েছে। দু'দলের ক্রিকেটারেরা সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন। গ্যালারিও গলা মেলাল ক্রিকেটারদের সঙ্গে। তারপরই অশ্বিন ট্যুইট করলেন, 'ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়ার মতো অনুভূতি আর হয় না। অবিশ্বাস্য অনুভূতি। আশা করছি মাঠে এখনও লোকজন ঢুকছেন।'


 




কোমরের চোটে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলেও খেলতে পারেননি। অস্ত্রোপচার করাতে হয়েছিল। তবে চোট সারিয়ে এখন ফিট। পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন। পাকিস্তান ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন। রোমাঞ্চিত শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। জানিয়ে দিলেন, উত্তেজনায় শুক্রবার রাতে ঘুমোতে পারেননি তিনি।


শনিবার পাকিস্তান ম্যাচের আগে টসের পর সম্প্রচারকারী চ্যানেলে শ্রেয়স বলেছেন, 'আমি ভাবতেও পারিনি এশিয়া কাপে খেলতে পারব। সেরে উঠতে সময় লেগেছে। তবে দৃঢ়ভাবে সেরে উঠেছি। দল নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ফিটনেস পরীক্ষায় পাশ করেছি। তাতে আমি ভীষণ খুশি।' তারপরই শ্রেয়স বলেছেন, 'গত রাতে আমি স্নায়ুর চাপে ছিলাম। সারারাত ঘুমোতে পারিনি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারব বলে আমি ভীষণ উত্তেজিত। সত্যি বলতে কী এটা দারুণ এক অনুভূতি। ওরা এখন বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল। তবে ভারতীয় দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। রাহুল স্যরের প্রশিক্ষণে ও রোহিত শর্মার নেতৃত্বে এই সফর দুর্দান্ত। ড্রেসিংরুমে সকলেই বেশ চনমনে হয়ে রয়েছে। এই ম্যাচটার জন্য মুখিয়ে রয়েছি।'


আরও পড়ুন: Eden Gardens Exclusive: কোনও দলের বায়নাতেই পিচের চরিত্র বদল নয়, ইডেনের কিউরেটরকে বলে গেলেন আইসিসি প্রতিনিধি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial