দুবাই: ১৪তম ওভারের শেষ বলে আশা শোভানা বেশ ভাল ফ্লাইট দেন। আগের দুই বলে স্যুইপে দুরন্ত দুই বাউন্ডারি মেরেছিলেন ফাতিমা সানা। তবে ভয় না পেয়ে ফের একবার ফ্লাইট দেন আশা। বাউন্ডারির হ্যাটট্রিকের লক্ষ্যে আবারও সজোরে ব্যাট চালান পাকিস্তান অধিনায়ক। তবে এবার বল বাউন্ডারিতে গেল না। ডান দিক দুরন্তভাবে ঝাঁপিয়ে তা দস্তানাবদ্ধ করলেন রিচা ঘোষ (Richa Ghosh)। বঙ্গকন্যার এই ক্যাচ নিয়েই শোরগোল সোশ্য়াল মিডিয়ায়।


নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের হতাশাজনক হারের অন্যতম কারণ ছিল জঘন্য ফিল্ডিং। সুজ়ি বেটসের সহজ ক্যাচ মিস করেছিলেন রিচা স্বয়ং। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেও (IND vs PAK) যে পরিস্থিতির সম্পূর্ণ বদল ঘটে, তেমনটা নয়। আশা নিজেই সহজ দুইটি ক্যাচ ফেলেন। তবে তাঁর বলে ক্যাচ ফেলেননা রিচা। একেই তো বল ঘুরছিল, তাঁর ওপর ফাতিমার ব্যাটে লাগায় তা আরও দূরে চলে যাচ্ছিল। তবে রিচা তা হতে দিলেন না। প্রথম স্লিপ যেখানে থাকত, কার্যত সেখান পর্যন্ত ঝাঁপ দিয়ে এক অনবদ্য ক্যাচ নিয়ে সকলকে চমকে দিলেন তিনি।


 






 


তাঁর এই দুরন্ত ক্যাচের ফলেই তাঁকে নিয়ে চারিদিকে ধন্য ধন্য পড়ে গিয়েছে। অনেকে তো এই ক্যাচে রিচার রিফ্লেক্সের সঙ্গে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির রিফ্লেক্সেরও মিল পাচ্ছেন। পরবর্তীতে না না রিপ্লেতে দেখা যায় রিচার কাছে এই ক্যাচ ধরার জন্য সময় ছিল মাত্র ০.৪৪ সেকেন্ড।


প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল। দ্বিতীয় ম্য়াচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিলেন ভারতের মেয়েরা। এই নিয়ে আইসিসি ইভেন্টে টানা ১০ বার জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১০৫ রান বোর্ডে তুলে নিয়েছিল। অরুন্ধতী রেড্ডি তিনটি নিয়ে ম্যাচে ভারতের সফলতম বোলার।


জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শেফালি সর্বাধিক ৩২ রানের ইনিংসটি খেলেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হার্দিকের বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন তিনি? নিজেই জবাব দিলেন সূর্যকুমার যাদব