IND vs SA 1st T20 Live: হার্দিকের দুরন্ত অর্ধশতরানের পর অর্শদীপ, বুমরাদের দৌরাত্ম্যে ১০১ রানে দুরন্ত জয় ভারতের

India vs South Africa: ভারত ও দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৩১ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে।

Advertisement

ABP Ananda Last Updated: 09 Dec 2025 10:28 PM

প্রেক্ষাপট

কটকে: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) দ্বৈরথ। লাল বলের সিরিজ়ে প্রোটিয়া দল ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। জবাবে ওয়ান ডেতে ভারতীয় দল...More

IND vs SA Live Updates: দুরন্ত জয়

শেষমেশ বল হাতে নিয়ে শিবম দুবেও সাফল্য় পেলেন। আগের ওভারে অক্ষর পটেলের বলে প্রোটিয়াদের নবম উইকেট পড়েছিল। এবার দুবের বলে সিপামলা আউট হতেই ৭৪ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১০১ রানে জিতল ভারত।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.