সেঞ্চুরিয়ন: নিজের বিদায়ী টেস্ট সিরিজ়ের শুরুতেই অনবদ্য শতরান হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে কার্যত একা হাতেই লিড এনে দিয়েছেন ডিন এলগার (Dean Elgar)। তিনি ১৪০ রানে ব্যাট করছেন। তাঁকে দ্রুত আউট করাই ভারতের লক্ষ্য। কেএল রাহুল (KL Rahul) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের (IND vs SA 1st Test) তৃতীয় দিনের খেলা শুরুর আগে স্পষ্ট বলেই দিচ্ছেন যে এলগারের উইকেটটাই সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
দিনের খেলা শুরুর আগে তিনি সাক্ষাৎকারে বলেন, 'ম্য়াচ এখন একদম মাঝামাঝি পরিস্থিতিতে রয়েছে। আমাদের শুরুতেই ভাল জায়গায় বল রাখতে হবে। বোলারদের জন্য এই পিচে কিন্তু এখনও যথেষ্ট মদত রয়েছে। ডিনকে (এলগার) যদি আমরা তাড়াতাড়ি আউট করে ওদের অল আউট করতে পারি, তাহলে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে পারব। তৃতীয় দিনেই তো সাধারণত ম্যাচের গতি প্রকৃতি নির্ধারিত হয়। এই উইকেটটা বেশ চ্যালেঞ্জিং এবং কভারে ঢাকাও ছিল। পিচটা স্যাত স্যাতে ছিল দক্ষিণ আফ্রিকান বোলাররা সেই সুযোগই নিয়েছে।'
নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে রাহুল বলেন, 'আমি যেই সময় ব্যাটিংয়ে নেমেছিলাম, তখন বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়াটা প্রয়োজনীয় ছিল। সুযোগকে কাজে লাগাতে হত। শার্দুল এবং অ্যাশ (অশ্বিন) অল্প কিছু রান করে। ওরা সঙ্গ দেওয়াতেই আমি নিজের ইনিংস খেলার সুযোগটা পাই।' প্রথম টেস্ট শুরুর আগে ভারতীয় দলের হয়ে দস্তানা হাতে কাকে দেখা যাবে, সেই নিয়ে প্রশ্ন ছিল। রাহুল এর আগে সীমিত ওভারের ক্রিকেটে কিপিং করলেও আন্তর্জাতিক টেস্টে কিপিং করেননি। তবে শেষমেশ তাঁকেই কিপার হিসাবে বেছে নেওয়া হয়।
শতরান হাঁকানোর পর প্রথমবার টেস্টে কিপিং করাটা যে বেশ ধকলের, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাহুল। 'কিপার হিসাবে এটাই আমার প্রথম ম্যাচ। শরীরের উপর বেশ চাপই পড়ে। প্রথম শ্রেণির কয়েকটি ম্যাচে আমি কিপিং করেছি বটে। বিদেশে কিছু অনুশীলন ম্যাচেও কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে। তবে এটা সম্পূর্ণ ভিন্ন। নিজের এনার্জি বজায় রেখে এতটা কিপিং করাটাই আমার কাছে সবথেক বড় চ্যালেঞ্জ।' বলেন ভারতীয় তারকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কোন ভুলে হারতে হল বিশ্বকাপ ফাইনাল? এখনও উত্তর নেই শামির কাছে