IND Vs SA Live: ডি জর্জ়ির শতরানে ভর করে দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
India Vs South Africa 2nd ODI Live Updates: এই ম্যাচেই ওয়ান ডে অভিষেক ঘটাচ্ছেন তরুণ রিঙ্কু সিংহ।
৪৫ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। ১১৯ রানে অপরাজিত রইলেন ডি জর্জ়ি।
১০৯ বলে নিজের কেরিয়াকের প্রথম ওয়ান ডে শতরান হাঁকালেন টনি ডি জর্জ়ি। তাঁর শতরানে ভর করে দক্ষিণ আফ্রিকা ম্যাট জিতে সিরিজ়ে সমতা ফেরানোর একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ৩৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮৭/১। জয়ের জন্য প্রোটিয়া দলের আর মাত্র ২৫ রানের প্রয়োজন।
এক উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। ৩১ ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর এক উইকেটে ১৬০ রান।
জয়ের দিকে তড়তড়িয়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা দল। ২৩ ওভারে বিনা উইকেটেই শতরানের গণ্ডি পার করে ফেলল প্রোটিয়া শিবির। কেরিয়ারের প্রথম ওয়ান ডে অর্ধশতরান হাঁকালেন ডি জর্জ়ি। ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫। জর্জ়ি ৬৫ ও রিজ়া হেন্ডরিক্স ৩৭ রানে ব্যাট করছেন।
১৭ ওভারেও একটিও উইকেট ফেলতে পারেনি ভারত। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৭৪ রান।
অল্প রানের লক্ষ্য তাই খানিকটা দেখেশুনেই ইনিংসের শুরুটা করেছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডি জর্জ়ি ও রিজ়া হেন্ডরিক্স। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২৯ রান।
৪৬.২ ওভারে ২১১ রানে অল আউট ভারতীয় দল। আবেশ খান নয় রানে রান আউট হওয়ায় ভারতীয় ইনিংস শেষ হল।
পরপর দুই ওভারে রিঙ্কু সিংহ এবং কুলদীপ যাদবকে সাজঘরে ফেরত পাঠালেন কেশব মহারাজ। রিঙ্কু ১৭ ও কুলদীপ ৩ রানে আউট হলেন। সাত উইকেট হারিয়ে ভারতের চাপ আরও বাড়ল। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/৭।
দলের বড় ভরসা ছিলেন, কেরিয়ারের ১৮তম অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছিলেন। তবে হাফসেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারলেন না ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। ৫৬ রানে রাহুলকে আউট করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পেলেন বারগার। ১৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল।
সঞ্জু স্যামসন সুযোগ পেয়েও বড় রান করতে ব্যর্থ। হেন্ডরিক্সের বলে ১২ রানে প্লেড অন হলেন সঞ্জু। ১৩৬ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। তবে ক্রিজে অধিনায়ক রাহুল রয়েছেন। তিনি ব্যক্তিগত অর্ধশতরানের দিকে অগ্রসর। ৫৪ বলে ৪২ রানে অপরাজিত রয়েছেন রাহুল।
পিচে থ্রি-কোয়ার্টার লেংথ থেকে হঠাৎ করেই লাফাল বল, আর তাতে পরাস্ত হতে হল সেট সাই সুদর্শনকে। শতরানের গণ্ডি পার করে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল। ৬২ রানে সুদর্শনকে ফেরালেন লিজ়াড উইলিয়ামস। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ১১৯/৩।
নিজের ওয়ান ডে অভিষেকে লক্ষ্য ছোট হলেও অর্ধশতরান হাঁকিয়েছিলেন সাই সুদর্শন। হাফ সেঞ্চুরির পালা অব্যাহত। ৬৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। ২২ ওভার শেষে ভারতের বর্তমান স্কোর ৯১/২। সুদর্শন ৫৪ রানে ও অধিনায়ক রাহুল ১৮ রানে ব্যাট করছেন।
পুল শট মারতে গিয়ে ফাইন লেগে ধরা দিলেন তিলক বর্মা। তাঁকে ১০ রানে ফিরিয়ে ম্যাচে প্রোটিয়া শিবিরকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন বারগার। ১৪তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। ভারতের বর্তমান স্কোর ১৪ ওভার শেষে ৫০/২।
প্রথম ওভারেই রুতুরাজকে হারালেও ভারতীয় দলের হয়ে ইনিংসের হাল ধরেছেন সাই সুদর্শন এবং তিলক ভার্মা। তিলক ১০ ও সাই সুদর্শন ২৯ রানে ব্যাট করছেন। ভারতের বর্তমান স্কোর ৪৬/১।
ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য পেল দক্ষিণ আফ্রিকা। নানদ্রে বারগারের বলে চার রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। রিভিউ চেয়েও লাভের লাভ কিছুই হয়নি।
টস হেরে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকা নিজেদের একাদশে দুই বদল ঘটিয়েছে। ভারতীয় দলে শ্রেয়স আইয়ারের জায়গায় সুযোগ পেলেন রিঙ্কু।
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ব্যাটিংয়ে প্রভাবিত করেছিলেন এবার আন্তর্জাতিক ওয়ান ডেতেও নিজের দক্ষতা প্রমাণ করার হাতছানি তাঁর সামনে। আজই নিজের ওয়ান ডে অভিষেক ঘটাচ্ছেন রিঙ্কু সিংহ।
প্রেক্ষাপট
এবেখা: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন বল করতে নামছিলেন ভারতের (IND vs SA) পেস ত্রয়ী অর্শদীপ সিংহ, মুকেশ কুমার ও আবেশ খান, ওয়ান ডে ক্রিকেটে তিনজনের মিলিত উইকেট সংখ্যা ছিল ৭! সেই পেস-ত্রয়ীই দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৬ রানে অল আউট করে দেন। স্যুইং ও সিম বোলিংয়ের আদর্শ পরিবেশ, সঙ্গে দোসর অসমান বাউন্স, প্রোটিয়া ব্যাটিংয়ে থরহরিকম্প ধরিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসাররা।
সিরিজে ১-০ এগিয়ে ভারত, এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ মঙ্গলবার এবেখায়। তবে মঙ্গলবারের ম্যাচ দিন-রাতের। ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টেয়। গত চার বছরেরও বেশি সময় এবেখায় কোনও ওয়ান ডে ম্য়াচ হয়নি। তবে এই মাঠে খুব একটা বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। গত ১২ বছরে আটটি ওয়ান ডে ম্য়াচে কোনও তিনশো রানের ম্যাচ হয়নি। দক্ষিণ আফ্রিকার মাঠগুলির মধ্যে সবচেয়ে মন্থর উইকেট এবেখাতেই। ভারতীয় শিবির তাই চাইবে এবেখাতেই সিরিজের ফয়সালা সেরে ফেলা। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা এক ম্যাচ বাকি থাকতেই।
দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচ জিততেই হবে। তা নাহলে গত আড়াই বছরের মধ্যে ঘরের মাঠে চারটি ওয়ান ডে সিরিজ হারবেন প্রোটিয়ারা। যে রেকর্ড মোটেও খুব একটা আশাব্যঞ্জক হবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য।
প্রথম ওয়ান ডে-তে দুই শিবিরের দুই নবাগত নজর কেড়ে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার। যিনি গতি ও স্যুইংয়ের যুগলবন্দিতে ভবিষ্যতের ভরসা হয়ে ওঠার স্বপ্ন দেখিয়েছেন। অন্যদিকে সাই সুদর্শন জোহানেসবার্গেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে-তে নেমেছিলেন। আর অভিষেকের মঞ্চেই হাফসেঞ্চুরি করে জ্বলে ওঠেন। দ্বিতীয় ম্যাচেও এই দুজনের দিকেই নজর থাকবে।
সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং রেকর্ড লজ্জাজনক। রবিবার জোহানেসবার্গে ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যা ভারতের বিরুদ্ধে শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে প্রথমবার তাদের একশো পেরনোর নজির। আগের দু'ম্যাচে একশোও তুলতে পারেনি। মঙ্গলবার কী হবে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -