এবেখা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে যেটুকু যা সুযোগ পেয়েছেন, তাতেই নজরকাড়া পারফর্ম করেছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছেন তরুণ বাঁ-হাতি ব্যাটার। এবেখায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই (IND vs SA 2nd ODI) আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে নিজের অভিষেক ঘটাচ্ছেন রিঙ্কু। শ্রেয়স আইয়ারের বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন তিনি।
দিনকয়েক আগেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রথম ওয়ান ডের পর আর বাকি দুই ওয়ান ডে ম্যাচে খেলবেন না। তিনি ভারতের টেস্ট দলেও রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শেষ হওয়ার মাত্র চার দিনের ব্যবধান। তারপরেই ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে বক্সিং ডে টেস্ট। তাই প্রস্তুতির সময়ও কম। সেই কারণেই ওয়ান ডে দল থেকে শ্রেয়সকে ছেড়ে দেওয়া হল। তাঁর বদলেই সুযোগ দেওয়া হল বিশ ওভারের ক্রিকেটে প্রভাবিত করা রিঙ্কুকে। তাঁর হাতে ওয়ান ডে ক্যাপ তুলে দেন উত্তরপ্রদেশেরই আরেক ক্রিকেটার কুলদীপ যাদব।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মারক্রাম। ভারতীয় অধিনায়ক কেএল রাহুল অবশ্য আশাবাদী যে তাঁর দল স্কোরবোর্ডে বড় রান তুলতে পারবে। তিনি বলেন, 'এই উইকেটটা দেখে তো বেশ ভালই মনে হচ্ছে। আশা করছি দল বোর্ডে বড় রান তুলতে পারবে। দুই ম্যাচের মধ্যে ব্যবধানও কম। তাই আরও বেশি করে এই ম্যাচে ফোকাস করতে হবে। দলে একটিই মাত্র বদল ঘটানো হয়েছে। শ্রেয়সের বদলে একাদশে সুযোগ পেয়েছেন রিঙ্কু।'
আইপিএল হোক বা আন্তর্জাতিক ময়দান, বিশ ওভারের ক্রিকেটে বারংবার প্রভাবিত করেছেন রিঙ্কু। ওয়ান ডেতে প্রথম সুযোগেই বাঁ-হাতি ব্যাটার নজর কাড়তে পারেন কি না , এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে