রায়পুর: দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজে ১-১ এ সমতা এনেছে (India vs South Africa)। রায়পুরে খেলা এই ম্যাচে টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নামে, যেখানে বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির দৌলতে ৩৫৮ রানের বিশাল স্কোর গড়েছিল। জবাবে, দক্ষিণ আফ্রিকা শেষ ওভার পর্যন্ত চলা এই ম্যাচে ৪ উইকেট হাতে রেখে জয়লাভ করে।

Continues below advertisement

এটি ভারতীয় ভূখণ্ডে কোনও বিদেশি দলের ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বড় স্কোর তাড়া করে জয়ের নজির। এর আগে, অস্ট্রেলিয়াও ভারতে এসে ৩৫৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। তারা এই কীর্তি ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে করেছিল। এবার দক্ষিণ আফ্রিকাও ৩৫৯ রান চেজ করে এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানতালে এসে দাঁড়িয়েছে।

খারাপ ফিল্ডিংও এই ম্যাচে ভারতীয় দলের হারের অন্যতম কারণ। ভারতীয় খেলোয়াড়রা ক্যাচ ফেলেছে, এছাড়াও ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা বেশ কয়েকবার মিসফিল্ডিং করেছেন। ব্যাটিংয়েও টিম ইন্ডিয়ার দুর্বলতা প্রকাশ পায়। টিম ইন্ডিয়া সহজেই ৩৮০-৩৯০ স্কোরে পৌঁছতে পারত, কিন্তু শেষ ১০ ওভারে ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র ৭৪ রান করতে পেরেছিল।

Continues below advertisement

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে সবচেয়ে বড় রান তাড়া করে জয়

দক্ষিণ আফ্রিকা - ৩৫৯ রান (২০২৫)

অস্ট্রেলিয়া - ৩৫৯ রান (২০১৯)

নিউজ়িল্যান্ড - ৩৪৮ রান (২০২০)

ইংল্যান্ড - ৩৩৭ রান (২০২১)

বিরাট-গায়কোয়াড়ের সেঞ্চুরি বিফলে গেল

এই ম্যাচের উভয় ইনিংসে মোট ৭২১ রান হয়। ভারত ও দক্ষিণ আফ্রিকার ইনিংসে মোট ৩টি সেঞ্চুরি হয়। টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি ১০২ রানের ইনিংস খেলেন, যা তাঁর ওয়ান ডে কেরিয়ারের ৫৩তম সেঞ্চুরি ছিল। রুতুরাজ গায়কোয়াড় মাত্র ৭৭ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন, যা ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিগুলির মধ্যে একটি ছিল। তাঁদের দুজনের সেঞ্চুরির ইনিংস বিফলে যায়, কারণ ১১০ রান করা এডেন মারক্রাম একাই কোহলি এবং গায়কোয়াড়ের ইনিংসকে নিষ্প্রভ করে দিলেন। ডেওয়াল্ড ব্রেভিসের ৩৪ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসও ভারতীয় বোলারদের চাপ বাড়ায়। শেষ লগ্নে করবিন বস্ক ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকাকে।