গকেবেরহা: ইনিংসের একেবারে শুরু থেকেই উইকেটের পতন শুরু হয়েছিল। বাতাসে ফাস্ট বোলারদের জন্য সাহায্যও ছিল। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে (IND vs SA 2nd T20I ) বড় রান তুলতেই পারল না। কোনওক্রমে ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করল টিম ইন্ডিয়া। ১০০-র কম স্ট্রাইক রেটে হলেও শেষ পর্যন্ত টিকে থেকে ৩৯ রান করে ভারতকে লড়াইয়ের খানিকটা জমি এনে দিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এডেন মারক্রাম। ভারতীয় দল একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামে। কথায় আছে যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। প্রতিদিনই নতুন দিন। আজ সম্ভবত তা টের পেলেন সঞ্জু স্যামসন। নিজের গত দুই টি-২০ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। আজ খাতাই খুলতে পারলেন না। মার্কো জানসেনের বল উইকেট ভেঙে দেয় তাঁর। ফির পরের ওভারেই অভিষেক শর্মা বড় শট মারতে গিয়ে সাজঘরে ফেরেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি। ভারতীয় অধিনায়কের সংগ্রহ মাত্র চার রান।
১৫ রানে তিন উইকেট হারিয়ে বিরাট বিপাকে পড়ে যায় ভারতীয় দল। এই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিলক বর্মা। বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল তাঁকে। তবে মিলারের এক অনবদ্য ক্যাচে ২০ রানে ফিরতে হয় তাঁকে। দুর্ভাগ্যের শিকার হন ফর্মে থাকা আরেক বাঁ-হাতি অক্ষর পটেল। নন স্ট্রাইক এন্ডে ২৭ রানে রান আউট হন তিনি। বোলিং সহায়ক পরিবেশে। কোনওক্রমে ভারতীয় দল এগোচ্ছিল। হার্দিক পাণ্ড্য ক্রিজ আঁকড়ে পড়েছিলেন, তবে রান পাচ্ছিলেন না।
রিঙ্কু সিংহও নয় রানে আউট হলে ৮৭ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে ভারত। অনেকেই মনে করছিলেন আদৌ টিম ইন্ডিয়া শতরানের গণ্ডি পার করতে পারবে তো? তবে শেষমেশ হার্দিকের দৌলতে খানিকটা লড়াইয়ের রসদ পেল ভারত। এটা জয়ের জন্য যথেষ্ট হবে কি না সেটাই দেখার।
খেলার সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা অব্যাহত, বিসিসিআইয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে পিসিবি?