কলকাতা: একটা সময় তিনি বিমানে করে বুধবার গুয়াহাটি যাবেন কি না, তা নিয়েই ছিল প্রশ্ন। তবে বুধবার সতীর্থদের সঙ্গেই কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হন শুভমন গিল। কলকাতা বিমানবন্দরেও তাঁকে গলায় নেক কলার পরে দেখা যায়। গুয়াহাটিতে অবশ্য কলার খুলে কিছুটা স্বাভাবিক হাঁটাচলা করেছেন শুভমন।
গুয়াহাটিতে ২২ নভেম্বর শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে কি খেলবেন শুভমন?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ার জোরাল সম্ভাবনা শুভমনের। কলকাতা টেস্টে ঘাড়ের ব্যথায় কাবু হয়ে ম্যাচের মাঝপথে ছিটকে গিয়েছিলেন শুভমন। প্রথম ইনিংসে তিনি আহত ও অবসৃত হন। তিনি দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। মাঠ থেকেই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়েছিল শুভমনকে। শোনা যাচ্ছে, গিল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন, তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থ দলের নেতৃত্ব দেবেন।
কলকাতা টেস্টে শুভমন গিলের অভাব অনুভূত হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩০ রানে হেরে গিয়েছিল। গিলকে নিয়ে বুধবারই বিসিসিআই-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল যে, তিনি দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। তবে তাঁর খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।
এই খেলোয়াড় একাদশে সুযোগ পেতে পারেন
প্রথম টেস্টেও শুভমন গিলের অনুপস্থিতিতে ঋষভ পন্থই নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সহ-অধিনায়ক। দ্বিতীয় টেস্টেও ২৬ বছর বয়সী পন্থ অধিনায়কত্ব করবেন বলেই খবর, যেখানে গিলের বাদ পড়লে সাই সুদর্শনকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে।
বিসিসিআই বুধবার তাদের বিবৃতিতে জানিয়েছে, "টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিলের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট লাগে এবং দিনের খেলা শেষ হওয়ার পরে তাঁকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং পরের দিন ছুটি দেওয়া হয়। গিল দ্রুত সুস্থ হচ্ছেন এবং তিনি ১৯ নভেম্বর, ২০২৫-এ দলের সঙ্গে গুয়াহাটি যাবেন।"
টিম ইন্ডিয়াকে যে কোনও মূল্যে দ্বিতীয় টেস্ট জিততে হবে
২ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখন সিরিজ হার এড়াতে টিম ইন্ডিয়াকে গুয়াহাটিতে যে কোনও মূল্যে জিততে হবে। কারণ ম্যাচ ড্র হলেও দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নেবে।
এদিকে, কলকাতায় শুভমনের বাবা লখবিন্দর গিল খেলা দেখতে এসেছিলেন। তাঁকে দেখেই ক্রিকেটপ্রেমীরা মজা করে প্রশ্ন করেন, গিলের বিয়ে কবে দিচ্ছেন? কেউ কেউ জিজ্ঞেস করেন, সচিন-কন্যা সারার সঙ্গেই শুভমনের বিয়ে হচ্ছে তো? হেসে এড়িয়ে যান লখবিন্দর।