পার্ল: সিরিজ় জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SA 3rd ODI) ম্যাচে ৭৮ রানে হারিয়ে ২০১৮ সালের পর মাত্র দ্বিতীয়বার রামধনুর দেশে ওয়ান ডে সিরিজ় জিতল ভারত। ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বল হাতে চার উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।
গত ম্যাচে দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার রিজা হেন্ডরিক্স এবং টনি ডি জর্জ়ির ওপেনিং পার্টনারশিপই ম্যাচ ভারতের নাগাল থেকে দূরে নিয়ে গিয়েছিল। দুই ওপেনার এদিনও দুরন্তভাবে শুরু করেন। দারুণ ছন্দে দেখাচ্ছিল ডি জর্জ়ি। ম্যাচের সপ্তম ওভারেই বিনা উইকেটে অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ়ে তৃতীয়বার হেন্ডরিক্সকে আউট করে ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দেন অর্শদীপ।
তিনে নামা রাসি ভ্যান দার দাসেন যেটুকু সময় ছিলেন ক্রিজে, ততক্ষণ রান করতে চাপে পড়েন। ১৭ বলে দুই রান করে অক্ষরের বোলিংয়ে আউট হন তিনি। তবে ডি জর্জ়ি এক দিক ধরে রাখেন। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক এইডেন মারক্রাম। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন। মারক্রামকে ৩৬ রানে আউট করেন ওয়াশিংটন সুন্দর।
মুকেশ যখন সেট ডি জর্জ়ির ক্যাচ মিস করেন, তখন ভারতীয় সমর্থকরা নিশ্চয়ই গত ম্যাচে তাঁর শতরানের কথা মনে করছিলেন। তবে অর্শদীপ সিংহের ঠিকানা লেখা বলে তাঁকে ৮১ রানে ফিরতে হয়। এরপরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস নামে। হেনরিখ ক্লাসেনকে অনবদ্য আবেশ খানের বলে ক্যাচ নিয়ে ২১ রানে সাজঘরে ফেরান সাই সুদর্শন। কোনওরকমে দু'শো রানের গণ্ডি পার করলেও, আর বেশিদূর এগোতে পারেনি প্রোটিয়া দল। ২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার প্রোটিয়াভূমে ওয়ান ডে সিরিজ় জিতেছিল। তার পাঁচ বছর পর এই সিরিজ় জয় এল। গত বছর যেখানে প্রোটিয়াদের হাতে হোয়াইটওয়াশ হতে হয়েছিল, রাহুলের নেতৃত্বাধীন দলকে, সেখানে অধিনায়ক হিসাবে এই জয় কিন্তু তাঁর কাছে বেশ মিষ্টিমধুর হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পূজার ক্ষুরধার বোলিং, ওপেনারদের দাপট, প্রথম দিন শেষে অজ়িদের বিরুদ্ধে ম্যাচের রাশ ভারতের হাতে