পার্ল: তাঁর ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক স্তরে চাপের মুখে রান করা নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছিল। তবে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় নির্ণায়ক ম্যাচে (IND vs SA 3rd ODI) টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ১১০ বলে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে ফেললেন স্যামসন। 


এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন স্যামসন। দুই ভারতীয় ওপেনার এবং কেএল রাহুল এদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি। সাই সুদর্শন ১০ ও এই ম্যাচেই অভিষেক ঘটানো রজত পাতিদার ২২ রানে আউট হন। অধিনায়ক কেএল রাহুলও ২১ রানের বেশি করতে পারেননি। ১০১ রানে তিন উইকেট হারিয়ে ভারতীয় দল একটু চাপেই ছিল। সেই পরিস্থিতিতে তিলক বর্মার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলের ইনিংসে স্থিরতা প্রদান করেন তিনি। পরে সেট হয়ে গেলে সময়মতো নিজের রান করার গতি একটু বাড়িয়ে শতরানও পূর্ণ করেন।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই গত বছর ৮৬ রানের ইনিংস এতদিন পর্যন্ত স্যামসনের ওয়ান ডেতে সর্বোচ্চ রানের ইনিংস ছিল। সেই রান টপকে গেলেন স্যামসন। স্যামসন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং করা পছন্দ করেন, তা বলাই বাহুল্য। স্যামসনের শতরানের পাশাপাশি এই ম্যাচেই নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে অর্ধশতরান হাঁকান তিলক বর্মা। তিনি অবশ্য বেশ কিছুটা সময় নেন অর্ধশতরান করতে। শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়েই অর্ধশতরানের পরেই তাঁকে আউট হতে হয়। ৭৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিলক।


 






কেশব মহারাজ তাঁকে সাজঘরে ফেরত পাঠান। তবে তিলক এবং স্যামসনের শতরানের পার্টনারশিপ ভারতীয় দলের হয়ে কিন্তু একটা ভাল ভিত গড়ে দিয়েছে। ফিনিশার রিঙ্কু সিংহ ভারতের হয়ে শেষটা ভাল করে দলকে তিনশো রানের গণ্ডি পার করাতে পারেন কি না এবং শতরানের পর স্যামসন কেমন খেলেন, এবার সেটাই দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: পূজার ক্ষুরধার বোলিং, ওপেনারদের দাপট, প্রথম দিন শেষে অজ়িদের বিরুদ্ধে ম্যাচের রাশ ভারতের হাতে