সন্দীপ সরকার, কলকাতা: সারাদিনে পড়ল ১১ উইকেট। যার মধ্যে ৮টি নিলেন জোরে বোলাররা। স্পিনারদের ঝুলিতে মোটে তিন উইকেট। ইডেন গার্ডেন্সে স্পিনারদের মঞ্চ তৈরি নিয়ে গত কয়েকদিন ধরে যে বাইশ গজকে ঘিরে নাটক হয়েছে, সেই পিচেই পেসারদের রমরমা। প্রথমে ব্যাটিং করে বিনা উইকেটে ৫৭ থেকে ১৫৯ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। জবাবে প্রথম দিনের শেষে ২০ ওভারে ভারতের স্কোর ৩৭/১। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনও ১২২ রানে পিছিয়ে ভারত। প্রথম দিনই জমে উঠেছে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।

Continues below advertisement

টস জিতে শুরুতে ব্যাটিং করার সুবিধা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই প্রোটিয়া ওপেনার, রায়ান রিকেলটন ও এইডেন মারক্রাম শুরুটা করেছিলেন গুছিয়ে। মাত্র ১০ ওভারে ৫৭/০ তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তারপরই ভারতের প্রত্যাঘাত। ইডেনে এই প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল। চারজন মিলে তুলে নিলেন ১০ উইকেট। সবচেয়ে বিধ্বংসী ছিলেন বুমরা। ইডেনে নিজের প্রথম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখলেন। ২৭ রানে ৫ উইকেট তুলে নিলেন আমদাবাদের ফাস্টবোলার। কুলদীপকে খেলানো নিয়ে একটা সময় প্রশ্ন ছিল। তবে চায়নাম্যান স্পিনার খেললেন এবং স্পিনের ঘূর্ণিজালে দক্ষিণ আফ্রিকাকে নাকানিচোবানি খাওয়ালেন। তিনি ও সিরাজ নিলেন একটি করে উইকেট। মাত্র ৫৫ ওভারে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

তবু দক্ষিণ আফ্রিকা শিবিরের গুলিগোলা ছোঁড়া থামছে না। দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স যেমন শুনিয়ে দিলেন, এই পিচে ব্যাটিং সহজ নয়। এখনও যে ১২২ রানের লিড রয়েছে, তাকে উড়িয়ে দেওয়া চলে না। প্রিন্সের খোঁচা, 'কে এল রাহুল ৫৯ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছে। এই পিচে শট খেলা সহজ নয়। ম্যাচ এখনও উন্মুক্ত। আমরা চাইব দ্রুত ওদের অল আউট করতে। শেষ ইনিংসে ভারতের সামনে শ দেড়েক রানের টার্গেট দিতে। উইকেটে অসমান বাউন্স রয়েছে। ব্যাটিং সহজ হবে না।'

Continues below advertisement

পাল্টা বোমা ফাটিয়েছেন বুমরাও। দিনের নায়ক প্রথম দিনের খেলার শেষে বলে গেলেন, 'উইকেট নিয়ে দোষারোপ করার রাস্তায় হাঁটব না। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তো পাঁচ সেশনে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। আমরা দোষারোপ করি না। দক্ষ ও পেশাদার ক্রিকেটারদের কাজই হল মানিয়ে নেওয়া।'

ম্যাচের প্রথম দিন যা ইঙ্গিত, তিনদিনের মধ্যে ফয়সালা হয়ে গেলেও অবাক হওয়ার থাকবে না। আর সেক্ষেত্রে মহার্ঘ হবে প্রথম ইনিংসে ভারত কত রান তুলল। পরীক্ষা এবার রাহুল, শুভমন গিল, ঋষভ পন্থদের।