সন্দীপ সরকার, কলকাতা: মাত্র আড়াই দিনে শেষ হয়ে গেল ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টেস্ট ম্যাচ। ফের নিজেদের পাতা স্পিন ফাঁদে নিজেরাই ঘায়েল ভারত। ৩০ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতীয় দলের স্ট্র্যাটেজি নিয়েই জোরাল প্রশ্ন উঠে গেল।
পরিসংখ্যান বলছে, গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার আগে ঘরের মাটিতে ১০ বছরে চারটিমাত্র টেস্টে হেরেছিল ভারত। সেখানে গম্ভীর কোচ হওয়ার পর এক বছরে চারটি টেস্টে হারল ভারত।
তবে ইডেনে ঘূর্ণি ব্যুমেরাং হলেও মাথা নোয়াতে নারাজ গুরু গম্ভীর। দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে বললেন, 'উইকেটে কোনও জুজু ছিল না। উইকেট এমন ছিল না যেখানে ব্যাটিং করা যায় না। তেম্বা বাভুমা, অক্ষর পটেল, ওয়াশিরা (ওয়াশিংটন সুন্দর) রান করেছে। আমরা পিচ নিয়ে এত কথা বলছি, ঘূর্ণি উইকেট নিয়ে আলোচনা হচ্ছে, পেসাররা কতগুলো উইকেট পেয়েছে দেখেছেন? বেশিরভাগ উইকেট তো জোরে বোলাররাই পেয়েছে। বলা হচ্ছে স্পিন বোলারদের সাহায্য় করেছে উইকেট। কিন্তু ৪০ উইকেটের মধ্যে পেসাররাই পেয়েছে বেশি উইকেট। তাই পিচ স্পিনার বা পেসার, যাদেরই সাহায্য় করে থাকুক, আমি মনে করি না খুব একটা কঠিন উইকেট ছিল। এটা এমন একটা উইকেট যেখানে টেকনিক পরীক্ষার মুখে পড়বে। মানসিক দৃঢ়তার পরীক্ষা হবে। আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার ধৈর্য।'
ভারতীয় কোচের পর্যবেক্ষণ, 'আমার অভিজ্ঞতা বলে, দক্ষতার চেয়েও টেস্ট ক্রিকেটে বেশি প্রয়োজন মানসিক দৃঢ়তা। টেস্ট ক্রিকেটে চাপ সামলাতে না পারলে হয় না। উইকেট যতই ঘূর্ণি হোক না কেন, প্রথম ১০-১৫ মিনিট ক্রিজে থাকা কঠিন। একবার সেই সময়টা কাটিয়ে দিতে পারলে পিচের গতি ও বাউন্সের সঙ্গে সড়গড় হয়ে ওঠা যায়। ব্যাটিং তখন সহজতর হয়। তাই দক্ষতার চেয়েও চাপ সামলানোর ক্ষমতা বেশি জরুরি।'
চার ইনিংস মিলিয়ে একটিমাত্র হাফসেঞ্চুরি। যেটি করেছেন তেম্বা বাভুমা। গম্ভীর বলছেন, 'দীর্ঘ সময় উইকেটে থাকলেই রান আসবে। তবে আগ্রাসী মানসিকতা নিয়ে নামলে বা আক্রমণাত্মক ব্যাটিং করলে সেটা আরও কঠিন। যাদের রক্ষণ ভাল, যেমন কে এল রাহুল, তেম্বা বাভুমা বা ওয়াশিংটন সুন্দর, তারা প্রত্যেকে রান করেছে। যাদের ডিফেন্স ভাল, তাদের কাছে রান করার জন্য উইকেট কোনও ব্যাপার নয়। এরকম উইকেটে আগেও খেলেছি। কীভাবে স্পিন সামলাতে হয়, সেটা জানা জরুরি। সে জন্য়ই এরকম পিচ চাওয়া হয়েছিল আর সেটাই পেয়েছি। কিউরেটর খুব সাহায্য করেছেন।'
এই ম্যাচ যে ভারতের জেতা উচিত ছিল, জানিয়েছেন গম্ভীর। বলেছেন, 'আমি এখনও মনে করি, উইকেট যেরকমই হোক না কেন, ১২৪ রান তাড়া করে জেতা যেত। যদি মাথা নীচু করে খেলো আর তোমার রক্ষণ দুর্ভেদ্য হয়, টেম্পেরামেন্ট ভাল হলে রান আসবেই। হ্যাঁ এই উইকেটে হয়তো খুব জমকালো ব্যাটিং সম্ভব নয় বা বড় শট খেলা সহজ নয়। তবু মাথা নীচু করে পড়ে থাকলে রান আসবে। আমরা ঠিক এই ধরনের পিচই চেয়েছিলাম। ভাল না খেললে এটাই হবে।'