সন্দীপ সরকার, কলকাতা: অঙ্কের বিচারে ৬০ রান। টি-২০ ক্রিকেটের যুগে কোনও ব্যাটার ২০ বলে করে দিলেও অবাক হওয়ার কিছু থাকে না। কিন্তু ইডেন টেস্টে যেন সঞ্জীবনী দিয়ে গেল এই ষাট রানই। রবিবার সকালে যে রান যোগ করল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। শনিবার, ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৯৩/৭। রবিবার সেই স্কোরের সঙ্গে আরও ৬০ রান যোগ করল দক্ষিণ আফ্রিকা। অল আউট হল ১৫৩ রানে। ভারতের সামনে টেস্ট ম্যাচ জেতার জন্য লক্ষ্য এখন ১২৪। যা তুলতে হবে হাতে ৯ উইকেট নিয়ে। কারণ, ঘাড়ের চোটের জন্য টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক শুভমন গিল।

Continues below advertisement

ভাঙতে থাকা ইডেনের বাইশ গজে যে কাজটা ঠিক কেক ওয়াক হবে না, মাঠে বসে খেলা দেখা প্রত্যেকেই সে ব্যাপারে নিশ্চিত।

শনিবার তেম্বা বাভুমা ২৯ রানে অপরাজিত ছিলেন। রবিবারও ৮২ মিনিট চেষ্টা করেও তেম্বার উইকেট তুলতে পারল না ভারত। মহম্মদ সিরাজের বলে একবার আউট হয়ে গেলেও বেঁচে গেলেন বাভুমা। ডিআরএস নিয়ে দেখা গেল, বল স্টাম্পে লাগছে না। শেষ পর্যন্ত তিন ঘণ্টা তিন মিনিট ক্রিজে কাটালেন। অপরাজিত থেকে। সকাল ১০টা ৫২ মিনিটে যখন দক্ষিণ আফ্রিকা অল আউট হল, বাভুমার নামের পাশে জ্বলজ্বল করছে ১৩৬ বলে অপরাজিত ৫৫ রান। 

Continues below advertisement

 

রবিবার সকালেই দুঃসংবাদ আছড়ে পড়েছিল ভারতীয় শিবিরে। ঘাড়ের ব্যথায় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন শুভমন গিল। ইডেন টেস্টে তিনি আর খেলতে পারবেন না। ফলে ভারতকে রান তুলতে হবে ৯ উইকেটে । 

রবিবার দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। ২৫ রানে বুমরার বলে বোল্ড হয়ে যান করবিন বস্ক । তারপর মহম্মদ সিরাজের ভেল্কি শুরু। শেষ ২ উইকেট তুলে নেন হায়দরাবাদের পেসার । ৬২.২ ওভারে ১৮৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা।