মুল্লাপুর: প্রত্যেক ম্যাচকেই এখন দেখা হচ্ছে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-২০ ম্যাচে সহজেই জিতেছে ভারত। মুল্লাপুরে দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Continues below advertisement

প্রথম টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে ভারত। তবে দ্বিতীয় ম্যাচের দলে অবশ্য কোনও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটলেন না কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যরা। প্রথম টি-২০ ম্যাচের দল অপরিবর্তিত রাখল ভারত।

মুল্লাপুরে এই মাঠে এই প্রথম পুরুষদের কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সূর্যকুমার বললেন, 'এই মাঠটা বরাবরই চমৎকার। আমরা যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছি, সম্প্রতি মহিলাদের ম্যাচেও দেখেছি, দারুণ মাঠ। আমি শুনেছি এটাই এই মাঠে পুরুষদের প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ । তাই আমরা খুব উত্তেজিত। আমি নিশ্চিত য।যাঁরা খেলা দেখতে এসেছেন তাঁরাও রোমাঞ্চিত ।'

Continues below advertisement

টি-২০ বিশ্বকাপের আর দেরি নেই। দলের কাছে আরও পরিণতিবোধ চাইছেন সূর্য । বলেছেন, 'এই পরিস্থিতিতে দলের প্রয়োজন অনুযায়ী নিজেদের দায়িত্ব বুঝতে পারা ছেলেদের কাছে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি আনুযায়ী আগের ম্যাচে ওরা দারুণ ব্যাটিং করেছে। ওই উইকেটে ১৭৫ বেশ বড় রান ছিল। আমরা যেভাবে বল করেছি, দারুণ। হার্দিক এই দলে যে ভারসাম্য যোগ করছে, অসাধারণ। যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে মাঠে চাপের মুখেও মাথা ঠান্ডা রেখেছে, শেখার মতো। সেই সঙ্গে যেভাবে বোলিং করেছে, সেটাও গুরুত্বপূর্ণ। ওর চার ওভার বোলিংও খুব গুরুত্বপূর্ণ। আমার তো মনেই হয়নি যে ও চোট সারিয়ে ফিরছে ।' 

 

দক্ষিণ আফ্রিকার একাদশ

রিজা হেনড্রিকস, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেরা, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, লুথো সিপামলা, লুনগি এনগিডি ও ওট্টনিল বার্টম্যান

ভারতের একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর পটেল, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংহ