গুয়াহাটি: আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজে প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs SL ODI)। এই ম্যাচের আগে গতকাল রাতে গোটা টিম ইন্ডিয়া কড়া অনুশীলন করে। অনুশীলনে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরাও গা ঘামান। টি-টোয়েন্টি সিরিজে রোহিত, বিরাটরা অনুপস্থিত থাকলেও, ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁরা দলে ফিরেছেন। ভারত-শ্রীলঙ্কার এই ম্যাচ ঘিরে উত্তেজনার কোনও কমতি নেই। এই ম্যাচের আগেরদিন রোহিতের এক আচরণ মন জিতল নেটিজেনদের।


রোহিতর আচরণ


ম্যাচের আগের দিন রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাব দেন। এই Rএই সময়েই অনুরাগীর সঙ্গে রোহিতের আচরণ মন জিতেছে নেটপাড়ার। স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া অনুরাগীদের মধ্যে এক অল্প বয়সি বালকও ছিল। সেই বালক নিজের আইডল রোহিতকে সামনে থেকে দেখতে পেয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। রোহিতকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়া অনুরাগীকে সান্ত্বনা দিতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। 


 






রোহিতের ভবিষ্যত


রোহিত তাঁর অনুরাগীর উদ্দেশে বলেন, 'কান্নার কী হল, ছোট্ট বাচ্চা তো তুই। এত ফোলা ফোলা গাল তোর।' এই কথা বলার পরে তাঁর ছোট অনুরাগীর সঙ্গে রোহিত কিন্তু ছবি তুলতেও ভোলেননি। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামার আগেই রোহিত স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি এখনও টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানানোর কোনওরকম সিদ্ধান্ত নেননি।


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর ছন্দ নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি টি-টোয়েন্টি ফর্ম্যাটে উল্লেখযোগ্য কিছু করতেও পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেননি চোটের জন্য। রোহিত শর্ম তবে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে সরে দাঁড়াতে চলেছেন?


সমস্ত জল্পনা যাঁকে নিয়ে, সেই রোহিত নিজেই এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, 'প্রথমত পরপর টানা ম্যাচ খেলা সম্ভব নয়। আপনাকে (সব ফরম্যাটের খেলোয়াড়দের) পর্যাপ্ত বিরতি দিতে হবে। আমি অবশ্যই সেই দলেই পড়ি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের তিনটি টি-টোয়েন্টি রয়েছে। আমরা দেখব, আইপিএলের পর কী হয়। আমি এই ফর্ম্যাটে না খেলার সিদ্ধান্ত এখনও নিইনি।'


অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। প্রস্তুতির জন্য ১০ মাস মতো সময় আছে। শুধু দলের ভারসাম্য ঠিক রাখা নয়, ওয়ার্কলোডও সমালাতে হবে ভারতীয় দলকে। এ ছাড়াও আইপিএল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। 


আরও পড়ুন: প্রথম ওয়ান ডেতেই সচিনের রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টির হাতছানি কোহলির সামনে