IND vs SL 3rd ODI Live: ব্যাট হাতে বিরাট, গিল, বল হাতে সিরাজের দাপটে জয় পেল ভারত

IND vs SL 3rd ODI: ভারত আজকের ম্যাচে নিজেদের একাদশে দুই বদল করে মাঠে নামছে। শ্রীলঙ্কাও দলে দুইটি বদল ঘটিয়েছে।

ABP Ananda Last Updated: 15 Jan 2023 07:46 PM
IND vs SL 3rd ODI LIVE Updates: দুরন্ত জয়

লাহিরু কুমারাকে আউট করেই শ্রীলঙ্কার ইনিংস সমাপ্ত করলেন কুলদীপ যাদব। চোট পাওয়া আশিন বান্দারা ব্যাট করতে নামেননি। ৭৩ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ৩১৭ রানে জয় পেল ভারত।

IND vs SL 3rd ODI Score Updates: জয়ের দোরগোড়ায় ভারত

জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। ৫১ অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা দল। দ্বিতীয় উইকেট পেলেন মহম্মদ শামি। দুনিথ ওয়ালালাগেকে তিন রানে ফেরালেন শামি।

IND vs SL 3rd ODI LIVE Updates: ষষ্ঠ উইকেটের পতন

মহম্মদ সিরাজের দাপট অব্যাহত। বল হাতে তো তিনি চারটি উইকেট নিয়েইছেন, এবার চামিকা করুণারত্নেকে রান আউটও করলেন তিনিই। ৩৯ রানেই ষষ্ঠ উইকেট হারাল দ্বীপরাষ্ট্র।

IND vs SL 3rd ODI Score Updates: নাজেহাল শ্রীলঙ্কা

ভারতের নতুন বোলিং আক্রমণের বিরুদ্ধে নাজেহাল অবস্থায় শ্রীলঙ্কান টপ অর্ডার। ইতিমধ্যেই চার উইকেট হারিয়ে ফেলেছে দ্বীপরাষ্ট্র। নুয়ানিন্দুকে ১৯ রানে ফেরালেন সিরাজ। আট ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৬/৪। সপ্তম ওভারেই চরিথ আসালঙ্কাকে ১ রানে আউট করেন মহম্মদ শামি।

IND vs SL 3rd ODI LIVE Updates: সিরাজের দাপট

বল হাতে আগুন ঝরাচ্ছেন মহম্মদ সিরাজ। পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন তিনি। এবার সিরাজ চার রানে কুশল মেন্ডিসকে ফেরত পাঠালেন। ২২ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২২/২।

IND vs SL 3rd ODI Score Updates: প্রথম সাফল্য়

গোটা সিরিজ জুড়েই দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ। এই ম্যাচেও নিজের প্রথম ওভারে ভারতকে সাফল্য এনে দিলেন তারকা ফাস্ট বোলার। আবিষ্কা ফার্নান্ডোকে এক রানে ফেরালেন মহম্মদ সিরাজ। দুই ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর এক উইকেটের বিনিময়ে সাত।

IND vs SL 3rd ODI LIVE Updates: প্রথম ওভারে ৬ রান

৩৯১ রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে মহম্মদ শামির বিরুদ্ধে ছয় রান তুলল শ্রীলঙ্কা।

IND vs SL 3rd ODI Score Updates: ৩৯০ রান তুলল ভারত

৫০তম ওভারে ১৫০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। তবে ৪০০ রানের গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে ভারতের স্কোর ৩৯০/৫। কোহলি ১৬৬রানে অপরাজিত রইলেন।

IND vs SL 3rd ODI LIVE Updates: বড় ওভার

কাসুন রজিথার ৪৭তম ওভারে উঠল ২১ রান। ৩৫০ রানের গণ্ডিও পার করে ফেলল ভারত। বিরাট কোহলির চোখধাঁধানো ইনিংস অব্যাহত। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৫৭/৩।

IND vs SL 3rd ODI Score Updates: শ্রেয়স আউট

শেষ পাঁচ ওভারে রানের গতি বাড়ানোর লক্ষ্যে আগ্রাসীভাবে ব্য়াট করতে গিয়েই আউট হলেন শ্রেয়স আইয়ার। তবে তিনি ৩৮ রানের ভাল ইনিংস খেলেন। ৩৩৪ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ৪০০ রানের গণ্ডি টপকাতে পারবে ভারত?

IND vs SL 3rd ODI LIVE Updates: কোহলির শতরান

ফের ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠলেন বিরাট। ৮৫ বলে সিরিজের দ্বিতীয় শতরানটি পূর্ণ করলেন ভারতীয় তারকা ব্যাটার। এটি বিরাটের ওয়ান ডে কেরিয়ারের ৪৬তম শতরান। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৩০৩/২।

IND vs SL 3rd ODI Score Updates: মাঠে চোট

বিরাটের শট বাঁচাতে গিয়ে বাউন্ডারিতে গুরুতর চোট পেলেন আশেন বান্দারা। জেফ্রি ভ্যান্দারসে ও বান্দারা উভয়েই বাউন্ডারি বাঁচানোর জন্য ঝাঁপালে জোর ধাক্কা খান দুইজনে। এর ফলেই স্ট্রেচারে করে বান্দারাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।

IND vs SL 3rd ODI LIVE Updates: শতরানের দিকে এগোচ্ছেন কোহলি

নিজের কেরিয়ারের ৪৬তম ওয়ান ডে শতরানের দিকে দ্রুত এগোচ্ছেন বিরাট কোহলি। ৯৪ রানে ব্যাট করছেন বিরাট। ৪২ ওভার শেষে ভারতের স্কোর ২৯১/২।

IND vs SL 3rd ODI Score Updates: দ্বিতীয় উইকেটের পতন

৯৭ বলে ১১৬ রান করে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ক্রিজে কোহলিকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন শ্রেয়স আইয়ার। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২৩৪/২।

IND vs SL 3rd ODI LIVE Updates: গিলের সেঞ্চুরি, বিরাটের ৫০

মাত্র ৮৯ বলে নিজের দ্বিতীয় ওয়ান ডে শতরান পূরণ করেন শুভমন গিল। ৪৮ বলে অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলিও। দুই ব্যাটার ইতিমধ্যেই ১২৯ রান যোগ করে ফেলেছেন। ৩৩ ওভার শেষে ভারতের স্কোর ২২৪/১।

IND vs SL 3rd ODI Score Updates:ইনিংসের মাঝপথে ভারত ১৫৮/১

দুরন্ত গতিতে এগোচ্ছে ভারতের ব্যাটিং ইনিংস। শুভমন গিল ৭৩ রানে ব্যাট করছেন। ইতিমধ্যেই ৩৩ রান করে ফেলেছেন বিরাট কোহলি। দুইজনকেই দুরন্ত ছন্দে দেখাচ্ছে। ইনিংসের মাঝপথে ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫৮/১।

IND vs SL 3rd ODI LIVE Updates: গিলের অর্ধশতরান

রোহিত নিজের অর্ধশতরান হাতছাড়া করলেও, তাঁর ওপেনিং পার্টনার শুভমন গিল কিন্তু তেমনটা করলেন না। ৫২ বলে ৫০ করেন গিল। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১১৮/১। শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাট করছেন বিরাট কোহলিও। তিনি আপাতত ১৩ বলে ১৮ রানে ব্যাট করছেন।

IND vs SL 3rd ODI Score Updates: প্রথম উইকেটের পতন

অর্ধশতরান করতে পারলেন না রোহিত। ৪২ রানে আউট হলেন ভারতীয় অধিনায়ক। ৯৫ রানে ভারত প্রথম উইকেট হারাল। 

IND vs SL 3rd ODI LIVE Updates: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের প্রথম ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭১। নিয়মরক্ষার ম্যাচ হলেও, এই ম্যাচে দুরন্তভাবে শুরুটা করেছেন ভারতীয় ওপেনাররা। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে টিম ইন্ডিয়া।

IND vs SL 3rd ODI Score Updates: ৫০ ওভারের গণ্ডি পার

শুরুটা মন্থরভাবে করলেও অষ্টম ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। রোহিত শর্মা ১৭ ও শুভমন ৩০ রানে ব্যাট করছেন।

IND vs SL 3rd ODI LIVE Updates: ৪ ওভারে ভারত ১১/০

ইনিংসের শুরুটা বেশ মন্থরভাবেই করেছেন ভারতীয় ওপেনাররা। রোহিত শর্মা দুই ও শুভমন গিল ৫ রানে ব্যাট করছেন। চার ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১।

IND vs SL 3rd ODI Score Updates: জয়বর্ধনেকে পিছনে ফেলার হাতছানি

বিরাট কোহলি সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। গত ম্যাচে ইডেনে তিনি ব্যর্থ হন বটে, তবে এই ম্য়াচেই এক বিরাট কৃতিত্ব গড়ার হাতছানি কোহলির সামনে কোহলি আর ৬৩ রান করলেই মাহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহ হয়ে যাবেন। বর্তমানে তাঁর মোট সংগ্রহ ১২,৫৮৮ রান।

IND vs SL 3rd ODI LIVE Updates: টস জিতলেন রোহিত

তৃতীয় ওয়ান ডেতে টসে জিতলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। টিম ইন্ডিয়ার একাদশে দুই বদল ঘটানো হয়। হার্দিক পাণ্ড্য ও উমরান মালিকের বদেল সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর দলে সুযোগ পেলেন।

প্রেক্ষাপট

তিরুঅনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্য়াচের সিরিজ নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া (Team India)। আপাত অর্থে তাই তৃতীয় ওয়ান ডে (IND vs SL 3rd ODI) ম্যাচটি নিয়মরক্ষারই বটে। তবে এই বছরের পরের দিকে দেশেই বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। তাই বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে কোনও ম্যাচকেই হালকাভাবে নেওয়া যায় না। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরও (Vikram Rathour) তৃতীয় ম্যাচের আগে ঠিক এই কথাটাই সাংবাদিক সম্মেলনে বলেন।


তাই সিরিজ জিতলেও এই ম্যাচে ভারতীয় দলের একাদশে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বিক্রম রাঠৌরকে তৃতীয় ওয়ান ডেতে দলের পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আমাদের এখনও তেমন কোনও কথা হয়নি, তবে হ্যাঁ আমরা এই সিরিজটা ইতিমধ্যেই জিতে নিয়েছি। এখনও অনেকগুলি বিভাগ রয়েছে যেখানে আমাদের উন্নতি করার প্রয়োজন আছে। ভুললে চলবে না এই বছরেই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। তাই আমাদের সব বিভাগেই জোড় দিয়ে নিজেদের দুর্বলতা দূর করতে হবে। আসন্ন ম্যাচেও আমরা নিজেদের খেলায় উন্নতি ঘটানোর আরও একটি সুযোগ পাব। শ্রীলঙ্কা খুবই ভাল দল। তাই ওদের বিরুদ্ধে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় রয়েছি।'


এখনও অবধি ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ না পেলেও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোখধাঁধানো ফর্মে ছিলেন। তিনি নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের তৃতীয় শতরানটিও হাঁকান শ্রীলঙ্কানদের বিপক্ষে। অপরদিক, ঈশান কিষাণ নিজের শেষ ওয়ান ডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। দুইজনেই আপাতত মাঠের বাইরে বসে রয়েছেন। এই বিষয়ে রাঠৌরের দাবি উভয় ক্রিকেটারই দলের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.