IND vs SL 3rd T20 Live: ৯১ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ছয় সিরিজ জিতল ভারতীয় দল। সিরিজ নির্ণায়ক ম্যাচে সূর্যকুমার যাদবের শতরানে ভর করেই জয় পেল টিম ইন্ডিয়া।
১৩৭ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৯১ রানে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ জিতল ভারতীয় দল। ম্যাচে তিন উইকেটে নিয়ে সমালোচকদের জবাব দিলেন অর্শদীপ সিংহ।
শ্রীলঙ্কার শেষ ভরসা, অধিনায়ক দাসুন শানাকাও ২৩ রানে সাজঘরে ফিরলেন। ১৩৫ রানে নবম উইকেট হারাল শ্রীলঙ্কা। সাফল্য পেলেন অর্শদীপ সিংহ।
উমরানের আগুনে গতির সামনে ব্যর্থ মাহিশ থিকসানা। শ্রীলঙ্কান তারকার অফস্টাম্প ছিটকে দিলেন তারকা ফাস্ট বোলার। মাত্র দুই রানে সাজঘরে ফিরলেন থিকসানা। ১২৭ রানে অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা।
ম্যাচে প্রথম সাফল্য পেলেন উমরান মালিক। ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা। ৯ রানে আউট হলেন হাসারাঙ্গা। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৭/৬।
বল হাতে চতুর্থ সাফল্য পেল ভারত। চরিথ আসালঙ্কাকে ১৯ রানে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। বাউন্ডারিতে দৌড়ে দুরন্ত ক্যাচ ধরলেন শিবম মাভি। ৮৪ রানে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা।
পরপর দুই ওভারে দুই সাফল্য। অর্শদীপ সিংহের বাউন্সেরর গতিতে পরাস্ত হলেন পাথুম নিসাঙ্কা। থার্ড ম্যানে সহজ ক্যাচ ধরেন শিবম মাভি। ১৫ রানে সাজঘরে ফিরলেন তিনি। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
ভারতকে ম্য়াচের প্রথম সাফল্য এনে দিলেন অক্ষর পটেল। ১৫ বলে ২৩ রান করে সাজঘরে ফিরলেন কুশল মেন্ডিস। পঞ্চম ওভারে ৪৪ রানে প্রথম উইকেট হারাল দ্বীপরাষ্ট্র।
২২৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা দারুণভাবে করেছে। শ্রীলঙ্কান ওপেনাররা মাত্র তিন ওভারেই ৩১ রান করে ফেলেছেন। এক হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
ঘরের মাটিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে আজ অবধি হারেনি ভারতীয় দল। আজও কি সেই রেকর্ড বহাল থাকবে?
সিরিজ নির্ণায়ক ম্যাচে প্রথমে ব্যাট করে বড় রান তুলল ভারত। নির্ধারিত বিশ ওভারে ২২৮/৫ রান তুলল ভারত। ১১২ রানে অপরাজিত রইলেন সূর্যকুমার যাদব।
মাত্র ৪৫ বলে নিজের কেরিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি শতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। এটি ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ২১৬/৫।
১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৯৪/৫। শতরানের দোরগোড়ায় সূর্যকুমার যাদব। ৯৫ রানে ব্যাট করছেন তিনি
নিজের অনবদ্য ফর্ম ধরে রাখলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ভারতের তারকা মিডল অর্ডার অর্ডার। কভার ড্রাইভ মেরে অর্ধশতরান পূর্ণ করেন সূর্য। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩১/২।
ইনিংসের মাঝপথে, ১০ ওভার শেষে ভারতের স্কোর ৯২/২। ক্রিজে সূর্যকুমার ২৫ ও শুভমন গিল ২৮ রানে ব্যাট করছেন।
পরপর দুই ছক্কা হাঁকানোর পরেই নিজের উইকেট হারালেন রাহুল ত্রিপাঠী। তবে ১৬ বলে ৩৫ রানের এক চোখধাঁধানো ইনিংস খেলে তবেই সাজঘরে ফিরলেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভার শেষে ভারতের স্কোর ৫৩/২।
ইনিংসের প্রথম নয়টি বলে এক রানও করতে পারেননি শুভমন গিল। গোটা সিরিজেই তাঁর ব্যাট চলেনি। বিরাট চাপে ছিলেন ভারতীয় ওপেনার। শেষমেশ তৃতীয় ওভারের শেষ দুই বলে একটি ছক্কা ও চার মেরে রান করা শুরু করলেন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২২/১।
ফের ব্যর্থ ঈশান কিষাণ। প্রথম ওভারেই মাত্র ১ রান করে মধুশঙ্কার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ভারতীয় ওপেনার। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ৭/১।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগের ম্যাচের দলই অপরিবর্তিত রাখল ভারত।
রাজকোটের পিচে সাধারণত প্রচুর রান উঠে। এই ম্যাচেও তেমনই সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম ব্যবহৃত পিচে ভাল গতিতে বল ব্যাটে আসতে পারে। ফলে ব্যাটারদেরও রান করার সুবিধা হতে পারে।
প্রেক্ষাপট
রাজকোট: একদিকে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফর্ম্যাটে টানা ১১ দ্বিপাক্ষিক সিরিজ অপরাজিত থাকার রেকর্ড। অন্যদিকে সিরিজে সমতা ফিরিয়ে চনমনে শ্রীলঙ্কা শিবির। শনিবার রাজকোটে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হবে।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে টানা ১১ সিরিজে অপরাজিত ভারত। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে? টানা ১২ সিরিজ জয়ের সাফল্য পাবে ভারত? নাকি শেষ হাসি হাসবে শ্রীলঙ্কা? মুম্বইয়ে প্রথম ম্যাচে মাত্র ২ রানে হেরে যাওয়ার পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অক্ষর পটেল ও সূর্যকুমার যাদবের ব্যাট হাতে লড়াই ব্যর্থ করে দিয়ে ১৬ রানে ম্যাচ জিতে নিয়েছেন দাসুন শনাকারা। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। শনিবার রাজকোটে যে দল জিতবে, ট্রফি তাদের।
রাজকোটের পিচকে অনেকে বলে থাকেন, হাইওয়ের মতো। বল পড়ে দ্রুত গতিতে আর সমান বাউন্সে ব্যাটে আসে। শট খেলতে যাঁরা ভালবাসেন, সেই সমস্ত ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মতো। তাই বড় স্কোর ওঠার পূর্বাভাস করছেন কিউরেটর। তাই বোলারদের ওপর অনেকটাই দাঁড়িয়ে থাকবে ম্যাচের ভাগ্য। যে দলের বোলাররা কম রানে প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারবেন, সেই দলের অ্যাডভান্টেজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -