রাজকোট: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়ের ধারা অব্যাহত। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি (IND vs SL) সিরিজ ২-১ জিতল ভারত। ২২৯ রান তাড়া করতে নেমে ১৩৭ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৯১ রানে ম্যাচ জিতল ভারত। গত ম্যাচে নো বল করায় সমালোচনার শিকার হয়েছিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh), এই ম্যাচে তিন উইকেট নিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তিনি।
ব্যর্থ মিডল অর্ডার
২২৯ রানের বিরাট লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। দুই শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস কিন্তু শুরুটা দারুণভাবে করেছিল। মাত্র ৪.৫ ওভারেই ৪৪ রান তুলে ফেলেছিলেন দ্বীপরাষ্ট্রের ওপেনাররা। তবে ছন্দে দেখানো কুশল মেন্ডিসকে ২৩ রানে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন অক্ষর পটেল। প্রথম সাফল্য পাওয়ার পরেই ভারতীয় বোলাররা সুযোগ হাতছাড়া করেনি। পরের দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন ভারতীয় বোলাররা। চরিথ আসালঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা লড়াই করার সামান্য চেষ্টা করেন বটে, তবে তাতে লাভের লাভ তেমন হয়নি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে দ্বীপরাষ্ট্র।
শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা গত ম্যাচে অনবদ্য অর্ধশতরান করেছিলেন। এই ম্যাচেও তিনি লড়াই করার চেষ্টা করেন বটে। তবে ২৩ রানেই তাঁকে সাজঘরে ফেরান অর্শদীপ সিংহ। শানাকা ফিরতেই ভারতের জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। অর্শদীপই দিলশান মধুশঙ্কাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস সমাপ্ত করেন। ১৩৭ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৯১ রানে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নিয়ে টানা ছয় সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংস
গত ম্যাচে অর্শদীপ সিংহ পাঁচটি নো বল করার পর এই ম্যাচে তাঁকে খেলানো নিয়ে সংশয় ছিলই। তবে ভারতীয় ম্য়ানেজমেন্ট অর্শদীপের ওপরই আস্থা রাখেন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশে কোনওরকম বদল করেনি ভারতীয় দল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ঈশান কিষাণ এই ম্যাচেও ব্যাট হাতে রান পাননি। মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি। তবে নিজের দ্বিতীয় আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেই ব্যাট হতে ঝড় তোলেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। তাঁর ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসই ভারতীয় ইনিংসের রানের গতি বাড়ায়।
অপরদিকে, শুভমন গিলও গোটা সিরিজে রান পাননি। তিনি শুরুটা ভীষণ রক্ষণাত্মকভাবেই করেন। প্রথম ৯ বলে তো নিজের খাতাই খুলতে পারেননি ভারতের তরুণ ওপেনার। তবে তারপরেই বাউন্ডারি মেরে নিজের খাতা খোলেন শুভমন। শুভমন দেখেশুনে নিজের ইনিংস গড়লেও দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার (Suryakumar Yadav) কিন্তু শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাট করছিলেন। ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অধর্শতরান পূর্ণ করার পর তাঁর রান করার গতি আরও বেড়ে যায়। তবে সূর্য একদিকে অনবদ্য ব্যাটিং করলেও ভারতীয় মিডল অর্ডারের বাকিরা কিন্তু তেমন রানই পাননি।
আরও পড়ুন: 'ও কি আদৌ ফিট?' রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক কপিল দেব