India Vs Sri Lanka Live: মোড় ঘুরিয়ে দিলেন বোলাররা, সুপার ওভারে গড়ানো ম্যাচে জয় ভারতের
IND vs SL 3rd T20I Live Updates: আজ ভারত বনাম শ্রীলঙ্কার T 20 আন্তর্জাতিক ম্যাচ, দেখুন প্রতিটি মুহূর্তের LIVE আপডেটস...
মোড় ঘুরিয়ে দিলেন বোলাররা, সুপার ওভারে গড়ানো ম্যাচে জয় ভারতের
ভারত শ্রীলঙ্কা ম্যাচ গড়াল সুপার ওভারে
৮ উইকেট হারাল শ্রীলঙ্কা
সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা। ১৩২/৭
শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন
১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৩২। শেষ ওভারে দরকার ৬ রান
পঞ্চম উইকেটের পতন শ্রীলঙ্কার, জয়ের জন্য দরকার ১০ বলে ৯ রান
চার উইকেট হারাল শ্রীলঙ্কা , চারিথ আসালাঙ্কাকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর।
চার উইকেট হারাল শ্রীলঙ্কা , ১১৭/৪
দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার, ১১২/২
১০০ পেরোল শ্রীলঙ্কা, মেন্ডিস ও পেরেরার ৫০ রানের পার্টনারশিপ
১৩ ওভারে ৮৮ রান শ্রীলঙ্কার।
এক উইকেটে হারিয়ে বারো ওভারে ৮২ শ্রীলঙ্কার
১১ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৭৪
নয় ওভারে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৫৮ রান
শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন, নিশাঙ্কাকে আউট করলেন বিষ্ণোই।
ওপেনিং পার্টনারশিপে বিনা উইকেট ৫০ রান পেরোল শ্রীলঙ্কা
ছয় ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৫ রান। বিনা উইকেটে।
ক্যাচ মিস স্যামসনের। এখনও উইকেটহীন শ্রীলঙ্কা।
৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৪ রান।
৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯। কোনও উইকেট না হারিয়ে
ওপেন করছেন নিশাঙ্কা, মেন্ডিস। ২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ রান
প্রথম ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ রান।
শ্রীলঙ্কার সামনে ১৩৮ রানের টার্গেট দিল ভারত। ২০ ওভারে ভারতের স্কোর ১৩৭
১৮ বলে ২৫ রান করে আউট ওয়াশিংটন সুন্দর, আট উইকেট হারাল ভারত
১৯ ওভারে ভারত তুলল সাত উইকেটে ১২৮ রান । ক্রিজে বিষ্ণোই, ওয়াশিংটন।
১৭ ওভারে ভারতের সংগ্রহ ১১৬ রান
স্কোরবোর্ডে ১০৫ রান। ২৬ রানে আউট হলেন রিয়ান।
এবার আউট রিয়ান পরাগ। সাত উইকেট হারাল ভারত।
ভারতের ষষ্ঠ উইকেটের পতন। স্টাম্পড শুভমন গিল। আউট ৩৯ রানে
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১০২ । ক্রিজে রিয়ান পরাগ ও শুভমন গিল।
দুটি ছক্কায় রানরেট বাড়ালেন রিয়ান। ১৪ ওভারে ভারতে রান ৯৬।
১৩ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৮১ । রান রেট ৬ - এর কিছু বেশি
১২ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৭৪ । রান রেট ৬ - এর কিছু বেশি
১১ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৬৮ ।
১০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৫৯ । ক্রিজে রিয়ান পরাগ ও শুভমন গিল।
৫ উইকেট হারাল ভারত, এবার আউট শিবম দুবে, ভারতের স্কোর ৪৮-৫
ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি ২০। ক্রিজে শুভমন গিল, শিবম দুবে।
৬ ওভার শেষে চার উইকেটে ভারতের রান ৩০
ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি ২০, চটজলদি ৪ উইকেট হারাল ভারত
আউট সূর্যকুমার যাদব। ধরা পড়লেন বাউন্ডারি লাইনে , আসিতা ফার্নান্ডোর বলে, হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন।
পরপর ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত, জয়সওয়ালের পর আউট সঞ্জু স্যামসাং ও রিঙ্কু সিং। ২১ রানে তিন উইকেট ভারতের।
আউট জয়সওয়াল। ভারত ২ ওভার শেষে ১১ রান।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: আজ ভারত বনাম শ্রীলঙ্কার T 20 আন্তর্জাতিক ম্যাচ (IND vs SL 3rd T20I Live )। এদিন পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি ২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট টিম (Pallekele International Cricket Stadium in Sri Lanka )। এদিন সন্ধ্যা ৭ নাগাদ খেলা শুরু হওয়ার কথা হলেও খারাপ আবহাওয়ার জন্য খেলা দেরিতে শুরু হয়। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আউট জয়সওয়াল। ভারত ২ ওভার শেষে ১১ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -