কলম্বো: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আর দিন তিনেক বাকি। তার আগে বিরাট ধাক্কা খেল শ্রীলঙ্কা শিবির। চোট পেয়ে ছিটকে গেলেন টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার জার্সিতে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার।


শনিবার ভারত বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। চোট পেয়ে সেই সিরিজ থেকে ছিটকে গেলেন দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera)। যিনি আইপিএলে খেলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলাকালীন তিনি চোট পান।        


একদিন আগেই ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তারপরের দিনই ধাক্কা খেতে হল। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক তথা প্রাক্তন ক্রিকেটার উপুল থরঙ্গা জানিয়েছেন, চামিরার মেডিক্যাল রিপোর্ট হাতে পেয়েছেন তাঁরা। ৩২ বছরের পেসারের চোট কতটা গুরুতর তা বলেননি থরঙ্গা। তবে জানিয়েছেন যে, চামিরা ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না।


ক্যান্ডি ফ্যালকনসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছিলেন চামিরা। তাদের হয়ে খেলেছেন মোট ৫ ম্যাচ। ৬টি উইকেটও নিয়েছেন। যদিও সেখানে ওভার প্রতি প্রায় ১০ রান করে খরচ করেছেন।


তবে ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড চামিরার। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট রয়েছে চামিরার। ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি ভারতের বিরুদ্ধে। তাঁর পরিবর্তে শ্রীলঙ্কা দলে নেওয়া হতে পারে অসিথা ফার্নান্দোকে (Asitha Fernando)। চামিরা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার হাতে পড়ে রইলেন দুই পেসার। মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) ও নুয়ান থুসারা (Nuwan Thushara)। এছাড়া রয়েছেন দাসুন শনাকাও। চামিরার রেকর্ড ভেঙে দিতে পারেন শনাকা (ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ১৪ উইকেট) বা ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৩ উইকেট)।


 






কেরিয়ারে বারবার চোট-আঘাত ভুগিয়েছে চামিরাকে। বছরের শুরুতে চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলতে পারেননি। কেকেআরের হয়ে আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন।


আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।