মুম্বই: গত পাঁচ-ছয় বছর তাঁর জীবন নানা চড়াই উতরাই ছিল। পারিবারিক জীবনে টানাপোড়েল। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ঝামেলা। নিজের চোট আঘাত সব কিছুর জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন শামি। কিন্তু নিজের পারফরম্য়ান্স গ্রাফ আরও উপরের দিকে নিয়ে গিয়েছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। গত ওয়ান ডে বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন তিনি। কিন্তু সেই টুর্নামেন্টের পরই চোটের জন্য ফের মাঠের বাইরে তিনি এই মুহূর্তে। বোলিং অনুশীলনও শুরু করে দিয়েছেন শামি। এরইমধ্যে তারকা পেসারের জীবনের এক হৃদয়স্পর্শী খবর প্রকাশ্যে এনেছেন শামির কাছের এক বন্ধু। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় শামি নাকি ১৯ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন।


শামির স্ত্রী হাসিন জানান শামির বিরুদ্ধে ম্য়াচ গড়াপেটার অভিযোগও এনেছিলেন। শামি কোনও এক পাক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ও অর্থের বিনিময়ে ম্য়াচ ছেড়েছিলেন এমন অভিযোগও করেছিলেন। শামি নাকি এই খবর জেনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সেই সময়ই নাকি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন তারকা পেসার। শামির বন্ধু উমেশ কুমার সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে বলেন, ''শামিকে সেই সময়ে কার্যত সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল। সেই সময়ে ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকছিল। কিন্তু যখন ওই ম্যাচ গড়াপেটার গল্পটা সামনে আসে , ওর বিরুদ্ধে ওই রাতেই তদন্ত হয়। ও খুব ভেঙে পড়েছিল। শামি বলেছিল আমি সমস্ত কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু কখনও আমার দেশের সঙ্গে গদ্দারি করার কথা ভাবতেও পারি না। দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আমি কোনও দিনও মেনে নিতে পারিনি, আর পারবও না।'' তিনি আরও যোগ করেন, ''আমরা তখন ১৯ তলায় থাকতাম। শামি সেই সময় খুবই চিন্তার মধ্যে ছিল। আমি তাকিয়ে দেখি শামি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছিল যে সে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইছিল। শামির কেরিয়ারে ওই রাতটা ছিল দীর্ঘতম রাত। এর পর এক দিন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। সেই সময়ে ওর ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, ও কমিটির থেকে ক্লিনচিট পেয়েছে। ওই ম্যাচ গড়াপেটার বিষয়টি নিয়ে যে কমিটি তদন্ত করছিল, তারা ওকে নির্দোষ ঘোষণা করেছিল। শামি ভীষণ খুশি হয়েছিল সেদিন। আমি ওকে তখন মাথা উঁচু করে বাঁচার উপদেশ দিয়েছিলাম।''