IND vs SL T20I Score Live: আন্তর্জাতিক অভিষেকে অনবদ্য মাভি, দুই রানে জয় পেল ভারত
IND vs SL T20I Score Live: শ্রীলঙ্কার বিরুদ্ধ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলিরা দলে নেই। টিম ইন্ডিয়াকে এই সিরিজে হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দেবেন।
চাপের মুখে ইনিংসের শেষ ওভারে দুরন্ত বোলিং করলেন অক্ষর পটেল। মাত্র ১০ রান দিলেন তিনি। ১৬০ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। দুই রানে জয় পেল ভারত।
থিকসানাকে মাত্র এক রানে ফেরালেন শিবম মাভি। ১৩২ রানে অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের জন্য় ম্যাচ জেতা আরও কঠিন হচ্ছে। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩৪/৮।
অবশেষে সমাপ্ত হল শ্রীলঙ্কা অধিনায় দাসুন শানাকার লড়াকু ৪৫ রানের ইনিংস। তিনি কার্যত একা হাতেই দ্বীপরাষ্ট্রকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। তবে শানাকা আউট হওয়ায় সপ্তম উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অনেকটাই চাপে পড়ে গেল। ১৬.৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১২৯ রান সাত। শ্রীলঙ্কার জয়ের জন্য ২০ বলে ৩৪ রান দরকার।
১৪তম ওভারে শতরানের গণ্ডি পার করল শ্রীলঙ্কা। যুজবেন্দ্র চাহালের ওভারে উঠল ১৭ রান। ১৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৭/৫। হাসারঙ্গা ২১ ও শানাকা ২৫ রানে ব্যাট করছেন।
চারিথ আসালঙ্কাকে ১২ রানে সাজঘরে ফেরালেন উমরান মালিক। ৪৭ রানে তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
ফের একবার সাফল্য। শিবম মাভির স্বপ্নের আন্তর্জাতিক অভিষেক অব্যাহত। নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় সাফল্য পেলেন মাভি। এবার তিনি ধনঞ্জয় ডি সিলভাকে আট রানে ফেরালেন। ২৪ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পেলেন শিবম মাভি। মাত্র ১ রানে পাথুম নিসাঙ্কাকে বোল্ড করলেন মাভি। দুই ওভার শেষে এক উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কার স্কোর ১২ রান।
নতুন বল হাতে প্রথম ওভারে ভারতের বোলিং ইনিংস শুরু করলেন হার্দিক পাণ্ড্য। দুরন্ত বোলিং করে একাধিকবার লঙ্কান ওপেনারদের পরাস্ত করেও অবশ্য উইকেট পাননি। প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ বিনা উইকেটে।
দীপক হুডা ও অক্ষর পটেলের ৬৮ রানের পার্টনারশিপে ভর করে ভারত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে ১৬২ রান তুলল। হুডা ৪১ ও অক্ষর ৩১ রানে অপরাজিত থাকেন।
১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩৪/৫। ক্রিজে ২৯ রানে ব্যাট করছেন দীপক হুডা, ১৭ রানে ব্যাটিংরত অক্ষর পটেল। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে বেশ চাপেই রয়েছে টিম ইন্ডিয়া।
দুরন্ত ছন্দে দেখানো ঈশানকে ৩৭ রানে ফিরিয়ে বড় ধাক্কা দেন হাসারাঙ্গা। ৭৭ রানে চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৭৮/৪।
ব্যাটিং ইনিংসের মাঝপথে তিন উইকেটের বিনিময়ে ভারতের স্কোর ৭৫ রান। ৩৬ রানে ব্যাট করছেন ঈশান কিষাণ। ১৭ রানে অপরাজিত রয়েছেন ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
৫০ রানের আগেই পড়ল তৃতীয় উইকেট। সঞ্জু স্যামসনকে ৫ রানে ফেরালেন মধুশঙ্কা। ৫০ রানের আগেই, ৪৬ রানে তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল।
মাত্র সাত রানে আউট হলেন সূর্যকুমার যাদব। ৩৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। এখনও পাওয়ার প্লে শেষ হয়নি। তাঁর আগেই দুই উইকেট হারিয়ে কিছুটা টাপেই ভারত। ক্রিজে নতুন ব্যাটার সঞ্জু স্যামসন।
২৭ রানে প্রথম উইকেট হারাল ভারত। নিজের টি-টোয়েন্টি অভিষেকে মাত্র সাত রানেই সাজঘরে ফিরতে হল শুভমন গিলকে। ২.৩ ওভারে ভারতের স্কোর ২৭/১।
প্রথম ওভারে দুরন্ত আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করলেন ঈশান কিষাণ। দুইটি চার ও একটি ছক্কা মারলেন ভারতীয় ওপেনার। প্রথম ওভারে উঠল ১৭ রান।
শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতীয় দলের হয়ে এই ম্যাচেই অভিষেক ঘটাচ্ছেন শিবম মাভি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটাচ্ছেন শুভমন গিলও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে ভারত। ১৫-৪ এগিয়ে রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১টি ম্যাচ জিতেছে, হেরেছে মাত্র দুইটি ম্যাচ।
প্রেক্ষাপট
মুম্বই: বৃষ্টি বিঘ্নিত নিউজিল্যান্ড টি-২০ সিরিজে এসেছে জয়। এবার ঘরের মাঠে সামনে শ্রীলঙ্কা (Sri Lanka Tour)। তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে নামছে হার্দিক পাণ্ড্য-র নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। যে সিরিজে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুলদের (KL Rahul) পাচ্ছে না ভারত।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রথম টি-২০ ম্যাচ। উল্লেখ্য, তিন টি-২০ সিরিজের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই ম্য়াচের সিরিজও খেলতে নামবে ভারত। যার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে। এই বছরে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বছরের শুরতেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন হার্দিক পাণ্ড্য । এটাই তাঁর 'নিউ ইয়ার রেজোলিউশন।'
হার্দিকের 'রোজোলিউশন'
রোহিত শর্মার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে হার্দিককে তাঁর নতুন বছরের 'রোজোলিউশন' নিয় প্রশ্ন করা হলে, তিনি জবাবে বলেন, 'আমার দেশের হয়ে বিশ্বকাপ জয় (রেজোলিউশন)। দুর্ভাগ্যবশত ২০২২ সালে আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তবে এই বছরে আমরা আরও ভালভাবে বিশ্বজয় করতে চাই।' ২০১৩ সালের পর থেকে ভারতীয় দল আইসিসির একাধিক টুর্নামেন্টের নক আউটে পৌঁছেও, বিশ্বকাপ জিততে পারেনি। এবার পুরনো হতাশা দূর করার লক্ষ্যে বদ্ধপরিকর হার্দিক। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই ছিল টিম ইন্ডিয়ার শেষ আইসিসি ট্রফি জয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -