কলম্বো: ভারতের বিরুদ্ধে সিরিজের ঠিক আগে আচমকাই টালমাটাল পরিস্থিতি শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ক্রিকেটে। টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)।


শ্রীলঙ্কা ক্রিকেটে ডামাডোল চলছেই। টি-২০ বিশ্বকাপে জঘন্য পারফর্ম্যান্স করেছিল দ্বীপরাষ্ট্র। ২০১৪ সালের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। সুপার এইটে উঠতে ব্য়র্থ হয় শ্রীলঙ্কা।


তারপরই কোচ ক্রিস সিলভারউডকে ছাঁটাই করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয় মাতারা ড্যাশার সনৎ জয়সূর্যকে। ভারতের বিরুদ্ধে সিরিজেও শ্রীলঙ্কার প্রশিক্ষক হিসাবে থাকবে পর্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জয়সূর্য।


এর মাঝেই শ্রীলঙ্কা টিমহোটেলে মদ্যপান-সহ দেদার ফূর্তির খবর প্রকাশিত হয়েছে সে দেশের এক সংবাদমাধ্যমে। সেই অভিযোগ অস্বীকার করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।


আর তার মাঝেই শ্রীলঙ্কার টি-২০ ফর্ম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হাসারাঙ্গা। দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মধ্যে। একটি বিবৃতি দিয়ে হাসারাঙ্গা জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের উন্নয়নের কথা মাথায় রেখে বোর্ডের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত তাঁর।


হাসারাঙ্গা বিবৃতিতে লিখেছেন, 'ক্রিকেটার হিসাবে শ্রীলঙ্কার জার্সিতে সব সময় নিজের সেরাটা দেব। সব সময় দলকে সমর্থন করব, পাশে থাকব।'


যদিও হাসারাঙ্গার ইস্তফায় সে দেশের ক্রিকেটের হাল হকিকত জানা অনেকেই বেশ বিস্মিত। সে দেশের ক্রিকেটপ্রেমীরা তাঁকে সরানোর দাবি তুলেছিল ঠিক কথা। তবে হাসারাঙ্গার দায়বদ্ধতা সকলকেই খুশি করেছিল। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজের আহত পায়ের পাতার চিকিৎসা করাবেন বলে আইপিএলের লোভনীয় প্রস্তাব সত্ত্বেও গত মরশুমে খেলেননি খেলেননি হাসারাঙ্গা।


তিনি ইস্তফাপত্রে লিখেছেন, 'টি-২০ বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিতে হওয়াটা ভীষণ হতাশাজনক ছিল। শুধু অধিনায়ক হিসাবে আমার কাছে নয়, গোটা দলের কাছে। দল হিসাবে আমাদের ওপর গোটা দেশের অনেক প্রত্যাশা ছিল। আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার সেরা দলকেই বিশ্বকাপে পাঠানো হয়েছিল।'


 






হাসারাঙ্গার নেতৃত্বে ১০টি টি-২০ খেলে ৬টিতে জিতেছে শ্রীলঙ্কা। জ়িম্বাবোয়ে ও আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে।


আরও পড়ুন: রেসিং দল কিনলেন সৌরভ, গোটা দেশে সেরার শিরোপা ছিনিয়ে নিতে তৈরি কলকাতা রয়্যাল টাইগার্স



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।