IND vs WI 1st Test LIVE: রাহুল, জুরেল, জাডেজাত্রয়ীর শতরান, আমদাবাদে দ্বিতীয় দিনশেষে রানের পাহাড়ে ভারত

India vs West Indies: আমদাবাদে প্রথম দিনের খেলাশেষে ওয়েস্ট ইন্ডিজ়ের ১৬২ রানের জবাবে ভারতের স্কোর দুই উইকেটে ১২১।

Advertisement

ABP Ananda Last Updated: 03 Oct 2025 04:48 PM

প্রেক্ষাপট

আমদাবাদ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের (IND vs WI) এক ঘটনাবহুল প্রথম দিনের খেলা শেষ হল। দিনে মোট ২৮৩ রান উঠল, পড়ল ১২টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের ১৬২ রানের জবাবে দিনশেষে ৩৮ ওভারে ভারতীয়...More

IND vs WI: দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট দেখাল ভারত। পাঁচ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান তুলে দিনশেষ করল ভারত। সুন্দর নয় ও জাডেজা ১০৪ রানে অপরাজিত রইলেন। 

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.