ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 1st T20) চার রানে পরাজিত হয় ভারতীয় দল। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৫/৯ থামে ভারতের লড়াই। তবে প্রথম ম্যাচে ভারতের ইতিবাচক দিক বলতে একজনই তিলক ভার্মা (Tilak Varma)। ত্রিনিদাদেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান তিলক। আর অভিষেকেই চাপের মুখে নেমে নিজের ব্যাটিং দক্ষতায় বেশ নজর কেড়েছেন তিনি। ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিলক।


ওপেনারদের ব্যর্থতায় ভারতীয় দল ২৮ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই পরিস্থিতি নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা তিলক কিন্তু একেবারেই ঘাবড়ে যাননি। তিনি নেমেই চার, ছক্কা মারতে শুরু করেন। তিলক যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ ভারতীয় দল তড়তড়িয়ে জয়ের দিকে এগোচ্ছিল। শেষমেশ হারতে হলেও তিলক কিন্তু অধিনায়ক হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) প্রশংসা আদায় করে নিয়েছেন। ইনিংসের শুরুতেই প্রথম ম্যাচ খেলা তিলকে নির্ভীক ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক।


ম্যাচ শেষে তিলক প্রসঙ্গে হার্দিক বলেন, 'ও যেভাবে ইনিংসটা শুরু করেছিল, সেটা দারুণ। দুই ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করাটা কিন্তু একেবারে মন্দ নয়। ওরা নির্ভীক এবং আত্মবিশ্বাসী। ভবিষ্যতে ভারতের হয়ে ওরা অনেক ম্যাচ জেতাবে।' হার্দিকের মতে ভারতীয় দল সিংহভাগ সময়ই ম্যাচের রাশ নিজেদের দখলে রেখেছিল। তবে ছোট ছোট কিছু ভুলের ফলেই দল পরাজিত হল।


'আমরা তো রান তাড়া করতে নেমে ভালভাবেই এগোচ্ছিলাম। তবে ছোট ছোট কিছু ভুলেই আমাদের কাল হল। তরুণ দলে ভুলতত্রুটি তো হবেই। তবে আমরা ভুল থেকেই শিক্ষা নেব এবং একসঙ্গে উন্নতি করব। গোটা ম্যাচের সিংহভাগ সময়ই তো আমরা নিয়ন্ত্রণে ছিলাম যেটা খুবই ইতিবাচক দিক। তবে এখনও চারটি ম্যাচ বাকি রয়েছে। টি-টোয়েন্টিতে উইকেট হারালে রান তাড়া করাটা বেশ চাপেরই হয়ে যায়। এখানেও তেমনটাই হয়েছে। আমরা পরপর উইকেট হারিয়ে ফেলি এবং তার ফলেই আমরা আর রান তাড়া করে উঠতে পারিনি।' বলেন হার্দিক।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লালবাজারে বৈঠক, কাল আসছেন বোর্ড ও ICC-র প্রতিনিধিরা, ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম কমবে?