IND vs WI, 1st T20 Live: প্রথম টি-টোয়েন্টিতে হার ভারতের, ৪ উইকেটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ
IND Vs WI 1st T20 Live Updates: ক্যারিবিয়ানে মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে ভারতীয় দলই। ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে গত বছর দুই দলের লড়াইয়েও জিতেছিল ভারতই।
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই।
ভারতকে ম্যাচ জিততে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শেষ ১২ বলে জিততে হলে আরও ২১ রান করতে হবে ভারতকে। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১২৯/৬।
১৯ বলে মাত্র ১৯ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ১১৩ রানে পঞ্চম উইকেট হারাল ভারত।
তিলক ভার্মার দুরন্ত অভিষেক ইনিংস সমাপ্ত হল। ২২ বলে ৩৯ রান করে আউট হলেন তিনি। চতুর্থ উইকেট হারাল ভারত।
ব্যাটে নেমে নিজের অভিষেক ম্যাচেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন তিলক ভার্মা। আপাতত ৯ বলে তাঁর সংগ্রহ ১৮ রান। সূর্যকুমার খেলছেন ১৯ রানে। ৭ ওভার শেষে ৫০ রানের গণ্ডি পার করল ভারত।
শুভমন গিল ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। আরেক ওপেনার ঈশান কিষাণও বড় রান করতে পারলেন না। ৬ রানে আউট হলেন ওবেদ ম্যাকয়। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২৮/২। ১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ বিপাকেই পড়েছে টিম ইন্ডিয়া।
দুই ভারতীয় ওপেনার শুভমন গিল ও ঈশান কিষাণ অত্যন্ত মন্থর গতিতেই ইনিংসের শুরুটা করেছিলেন। শেষমেশ রানের গতি বাড়াতে গিয়ে উইকেটই হারিয়ে বসলেন গিল। আকিল হোসেনের বলে ৩ রানে স্টাম্প আউট হলেন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১০/১।
ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। ক্যারিবিয়ানদের হয়ে অধিনায়ক রোভম্যান পাওয়েল সর্বাধিক ৪৮ রান করেন। ৪১ রান করেন নিকোলাস পুরান।
কুলদীপ যাদবের বলে রোভম্যান পাওয়েল ক্যাচ তুলেছিলেন। তবে শুভমন গিল পিছনে দৌড়ে গিয়েও তাঁর ক্যাচ ধরতে পারেননি। জীবনদান পেলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ে স্কোর ৯৬/৩। পাওয়েল ২০ ও পুরান ৪১ রানে ব্য়াট করছেন।
ভারতীয় দলকে ম্যাচের তৃতীয় সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। এই ম্যাচে অভিষেক ঘটানো তিলক ভার্মা একটি ভাল ক্যাচ ধরে ৩ রানে জনসন চার্লসকে সাজঘরে ফেরত পাঠালেন। তার পরের বলেই রোভম্যান পাওয়েলের বিরুদ্ধে এলবিডব্লুর আপিল করা হলে আম্পায়ার নট আউট দেওয়ায় ভারতীয় দল ডিআরএস নেয়। তবে তাতেও নট আউটের সিদ্ধান্ত বহাল থাকে। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ৬১/৩। নিকোলাস পুরান ২৭ ও পাওয়েল ১ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ৫৪/২। অক্ষর পটেল পঞ্চম ওভারে কাইল মায়ার্স এক ও ব্র্যান্ডন কিংকে ২৮ রানে সাজঘরে ফেরান।
দুই ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ওপেনার ব্র্যান্ডন কিং শুরুটা দুরন্তভাবে করেছেন ১৩ বলে ২১ রানে ব্যাট করছেন তিনি। অপরদিকে, পাঁচ বল খেলেও শূন্য রানেই ব্যাট করছেন কাইল মায়ার্স। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর বিনা উইকেটে ২১ রান।
এই স্টেডিয়ামে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচই আয়োজিত হয়েছে। গত বছর সেই ম্যাচেও ভারত-ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে স্পিনাররা বেশ মদত পেয়েছিলেন। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনাই প্রবল। টসে জিতে অধিনায়করা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন, কারণ ম্যাচ যত এগোবে, ততই পিচ বোলিং সহায়ক হয়ে ওঠার পূর্বাভাস রয়েছে।
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে টস জিতলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্যারিবিয়ান সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের টেস্ট এবং ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন মুকেশ কুমার। এবার টি-টোয়েন্টিতেও অভিষেক ঘটাচ্ছেন তিনি। অপরদিকে, ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটাচ্ছেন তিলক ভার্মা।
১ ডিসেম্বর ভারত নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। তারপর বিশ্বকাপ জয় থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার, সবেরই সাক্ষী থেকেছে টিম ইন্ডিয়া। আজ সেই টিম ইন্ডিয়াই নিজেদের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়। ভারতীয় দলকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য।
প্রেক্ষাপট
ত্রিনিদাদ: দিন দু'য়েক আগেই শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ওয়ান ডে সিরিজ। টেস্টের পর ওয়ান ডে সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার দুই দল টি-টোয়েন্টির (IND vs WI 1st T20) লড়াইয়ে মাঠে নামবে। আজ, বৃহস্পতিবার, ৩ অগাস্ট থেকেই শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই সিরিজ হারের পর মরিয়া হয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় ঝাঁপাবে বলে আশা করাই যায়।
টেস্ট এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মারা থাকলেও, টি-টোয়েন্টিতে কিন্তু হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে তুলনামূলক তরুণ এবং অনভিজ্ঞ ভারতীয় দলই মাঠে নামতে চলেছে। তাই মহাতারকাদের অনুপস্থিতিতে ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল মুকেশ কুমাররা কেমন পারফর্ম করেন, সেইদিকে ভারতীয় সমর্থকরা বিশেষ নজর রাখবে। যশস্বী এ বারের আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন। টেস্টের অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। বিশ ওভারের ফর্ম্যাটে আন্তর্জাতিক অভিষেকেও তিনি ব্যাট হাতে দাপট দেখান কি না, সেই দিকেও নজর থাকবে।
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ১৭ ম্যাচ জিতেছে। দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ় জিতেছে আটটি ম্যাচ। ক্যারিবিয়ানেও কিন্তু মুখোমুখি সাক্ষাৎকারে ভারতই খানিকটা এগিয়ে। সাত ম্যাচের তিনটিতে ওয়েস্ট ইন্ডিজ় জিতেছে। চারটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -