নয়াদিল্লি: খানিকটা লড়াই চালাল লোয়ার অর্ডার। তাতে দু'শো রানের গণ্ডি পার করলেও, ফলো অন এড়ানো গেল না। ১৮ মাস পরে ফের টেস্টে পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনিই শেষ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে অল আউট করলেন। রাজধানীতে দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) ভারতের থেকে ২৭০ রান পিছিয়ে ২৪৮ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ় প্রথম ইনিংস।

Continues below advertisement

দ্বিতীয় সেশনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ছিল ২১৭ রান, হাতে ছিল মাত্র দুই উইকেট। প্রথম সেশনের শেষের দিকে খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ লড়াকু পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ৪২ রান যোগ করে ফেলেছিলেন তাঁরা। তবে দ্বিতীয় সেশনে সেই লড়াইটা দেখা গেল না। লাঞ্চের পরে প্রথম ওভারেই এই পার্টনারশিপ ভাঙেন যশপ্রীত বুমরা। দুরন্ত বোলিংয়ে খ্যারি পিয়েরের উইকেট ভাঙেন বুমরা। ২৩ রানে আউট হন পিয়ের। নবম উইকেটে ৪৬ রানের পার্টনারশিপ ভাঙে।

এরপরেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজ় লড়াই থামায়নি। শেষ উইকেটেও ফিলিপ ও জেডন সিলস আক্রমণাত্মক ব্যাটিংয়ের পন্থা বেছে নেন। দুইজনে ২৭ রান যোগ করেন। তবে ঠিক ২৫০ রানের দোরগোড়ায় কুলদীপ যাদব গুগলি পিক করতে ব্যর্থ হন সিলস। ১৩ রানে তিনি সাজঘরে ফিরতেই ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের যবনিকা পতন হয়। ভারতীয় দলের তরফে ইতিমধ্যেই রস্টন চেজ়দের ফলোঅন করানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে।

Continues below advertisement

এর আগে প্রথম সেশনে ইমলাচ ও শাই হোপ ক্যারিবিয়ান দলের হয়ে দিনের শুরুটা করেছিলেন। ইমলাচ ১৪ ও শাই হোপ ৩১ রানে ক্রিজে উপস্থিত ছিলেন। ক্যারিবিয়ান দলের সমর্থকরা আশা করছিলেন হোপরা বড় ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যাবেন। ১৫০ রানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ়। তবে তারপরেই ধাক্কা। দুরন্ত বলে শাই হোপের রক্ষণভেদ করে উইকেট ভাঙেন কুলদীপ। ৩৬ রানে সাজঘরে ফেরেন হোপ। এই উইকেট তথাকথিত 'ফ্লাডগেট' খুলে দেয়।

ওয়েস্ট ইন্ডিজ় যেমন রান করতে চাপে পড়ছিল, তেমনই উইকেটও হারাচ্ছিল। ১৯ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় তারা। ইমলাচ (২১), জাস্টিন গ্রিভসকেও (১৭) কুলদীপ সাজঘরে ফেরেন। এরপরে জমেল ওয়ারিকানের উইকেট ভাঙেন মহম্মদ সিরাজ। ১৭৫ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস। ফলো অন এড়ানো তো দূর, তাঁরা আদৌ দু'শো ঘরে পৌঁছবে পারবেন কি না, সেই নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের সমর্থকরা বেশ চিন্তায় ছিলেন। শেষমেশ দু'শোর গণ্ডি পার করা গেলেও ফলো অন কিন্তু এড়ানো গেল না।