গায়ানা: ২০তম ওভারে ১১ রান খরচ করলেন মুকেশ ওভার। ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (India vs West Indies 3rd T20) ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৫৯/৫। ক্যারিবিয়ান দলের হয়ে অধিনায়ক রোভম্যান পাওয়েল ধ্বংসাত্মক ব্যাটিং করেন। মাত্র ১৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার ব্র্যান্ডন কিংও ৪২ রান করেন। তবে তিনি ১০০ স্ট্রাইক রেটে নিজের ইনিংস খেলেন। ভারতের হয়ে মাঠে ফেরেই ফের একবার ভেল্কি দেখালেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। নির্ধারিত চার ওভারে ২৮ রানের বিনিময়ে তিনি তিন উইকেট নেন।

  


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। ওয়েস্ট ওপেনার কাইল মায়ার্স এবং ব্র্যান্ডন কিং ওয়েস্ট ইন্ডিডজ়ের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। দুই ওপেনার অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। আগ্রাসী ছন্দে ব্যাটিং করা মায়ার্সকে ২৫ রানে সাজঘরে ফেরান অক্ষর পটেল। গত ম্যাচে চোটের কারণে খেলেননি কুলদীপ। তবে মাঠে ফিরেই নিজের দক্ষতা প্রদর্শন করলেন তিনি। জনসন চার্লসকে দশম ওভারে ১২ রানে সাজঘরে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেট নেন তিনি।


গত দুই ম্যাচেই ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন নিকোলাস পুরান। এই ম্যাচেও শুরুটা তেমনভাবেই করেন তিনি। কুলদীপের এক ওভারে ১৩ রান করেন তিনি। তবে ম্যাচের ১৫তম ওভারে কুলদীপ জোড়া সাফল্য পান। পুরান ও ব্র্যান্ডন কিং, উভয়কেই আউট করেন তিনি। তবে পুরান আউট হলেও ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল দুরন্ত ব্যাটিং করেন। ১৯তম ওভারে পাওয়েল অর্শদীপ সিংহের বিরুদ্ধে ১৭ রান করেন। তাঁর সুবাদেই ১৫০ রানের গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ়। 


 






প্রসঙ্গত, এই ম্যাচে তিন উইকেট নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের গণ্ডি পার করে ফেলেন কুলদীপ। দ্রুততম ভারতীয় হিসাবে ৩০ ম্যাচে এই গণ্ডি পার করলেন তিনি। তবে বিশ্বক্রিকেটের নিরিখে এই তালিকার শীর্ষে অজন্তা মেন্ডিস রয়েছেন। তিনি ২৬ ম্যাচে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ৪ দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত বদল, আর এক মরশুম খেলবেন মনোজ