নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভাল নয়। বহুদিন ধরেই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ। এমনকী ভারতে বাবর আজমদের বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছিল জট। তবে অনেক টালবাহানার পর রবিবার, ৬ অগাস্ট পাকিস্তান সরকারের তরফে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার ছাড়পত্র দেওয়া হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।


পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে রবিবার জানানো হয়, 'পাকিস্তান বরাবরই ক্রীড়াকে রাজনীতি থেকে দূরে রাখার পক্ষে সওয়াল করে এসেছে। সেই কারণেই পাক সরকার দেশের ক্রিকেট দলকে ভারতে আয়োজিত ২০২৩ সালের বিশ্বকাপে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ক্রীড়সংক্রান্ত বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে না।' এই বিবৃতিতে পাকিস্তানের তরফে ভারতীয় দলকে পড়শি দেশে এশিয়া কাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনার করা হয়।


অনেকেই দাবি করছেন পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসতই, এই টালবাহানাটা অনেকটাই লোক দেখানো ছিল। প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle) নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কড়া বার্তা, বড় বড় কথা যতই বলা হোক না কেন, পাকিস্তান কিন্তু বিশ্বকাপে খেলতে আসতই। দুই মাস আগে থেকেই এটা নিশ্চিত ছিল। ওদের খেলোয়াড়রাও তো এমনটাই চাইবে।'


 






কিছু নেটিজেন আবার পাকিস্তানের এই সিদ্ধান্ত থেকে বিসিসিআইকে শিক্ষা নেওয়ার উপদেশও দিয়েছেন। অনেকেই মনে করছেন পাকিস্তান যেমন বিশ্বকাপ খেলতে আসছে, তেমনই ভারতেরও পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়া উচিত ছিল।


 



 


রাজনৈতিক নেতা আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) আবার পাকিস্তানের এ দেশে খেলতে আসা নিয়ে একেবারেই খুশি নন। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের তিনজন সৈনিক পাকিস্তান থেকে আগত জঙ্গিদের হাতে নিহত হয়েছেন। তাদের সঙ্গেই আবার আমরা বিশ্বকাপ ম্যাচ খেলব?'


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্নায়ুর যুদ্ধ শুরু, ভারতের চাপ বাড়াতে কী বললেন পাকিস্তান হকি দলের কোচ?