IND Vs WI, 3rd T20 Live: ব্যাট হাতে সূর্যকুমার, তিলকের দুর্দান্ত ইনিংসে সাত উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি জিতল ভারত

IND Vs WI 3rd T20 Live Updates: তৃতীয় টি-টোয়েন্টিতে আবেশ খান ও উমরান মালিকের মধ্য়ে একজনকে খেলানো হতে পারে প্রথম একাদশে।

ABP Ananda Last Updated: 08 Aug 2023 11:17 PM
IND vs WI Live: দুরন্ত জয়

অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিলক ভার্মা। ৪৯ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ রানে অপরাজিত থাকলেন হার্দিক। ১৩ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।

IND Vs WI Live Score: শতরান হাতছাড়া

ডু অর ডাই ম্যাচে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। তবে তিনি ভারতকে মোটামুটি জয়ের দোরগোড়ায় এনেই দিয়েছেন। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১২৩/৩। সাত ওভারে ম্যাচ জেতার জন্য ভারতকে আরও ৩৭ রান করতে হবে।

IND vs WI Live: শতরানের দোরগোড়ায়

বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন সূর্যকুমার যাদব। ৩২ বলে ৬৪ রানে ব্যাট করছেন তিনি। ২৩ রানে ব্যাট করছেন তিলক ভার্মা। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/২। ভারতকে ম্যাচ জেতার জন্য বাকি ১০ ওভারে ৬৩ রানের প্রয়োজন।

IND Vs WI Live Score: ব্যর্থ যশস্বী

টেস্ট অভিষেকে শতরান হাঁকিয়েছিলেন, কিন্তু টি-টোয়েন্টি অভিষেকে বড় রান করতে ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল। ১ রানে সাজঘরে ফিরলেন তিনি। প্রথম ওভারেই সাফল্য পেলেন ওবেদ ম্যাকয়। ওভার শেষে ভারতের স্কোর ১৬/১।

IND vs WI Live: ভারতের লক্ষ্য ১৬০

২০তম ওভারে ১১ রান খরচ করলেন মুকেশ ওভার। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১৫৯/৫। 

IND Vs WI Live Score: প্রথম বলেই মুকেশের সাফল্য

ম্যাচের ১৮তম ওভারে প্রথমবার বল করতে এসে নিজের প্রথম বলেই সাফল্য পেলেন। বড় শট মারতে গিয়ে ৯ রানে আউট হলেন শিমরন হেটমায়ার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩১/৫।

IND vs WI Live: ১৬ ওভার শেষে স্কোর ১১৩/৪

১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ১১৩/৪। শিমরন হেটমায়ার ১ ও রোভম্যান পাওয়েল ৭ রানে ব্যাট করছেন।

IND Vs WI Live Score: আগ্রাসী মায়ার্স

দুই ওয়েস্ট ইন্ডিজ় ওপেনারদের মধ্যে কাইল মায়ার্স আট বলে ১৫ রান করে দুরন্ত গতিতে ছুটছেন। খানিকটা দেখেশুনে এগোচ্ছেন ব্র্যান্ডন কিং। তিনি ১৬ বলে ১৫ রানে ব্যাট করছেন। চার ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর বিনা উইকেটে ৩০।

IND vs WI Live: যশস্বীর অভিষেক

টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই সফরেই নিজের টি-টোয়েন্টি অভিষেকও ঘটাচ্ছেন যশস্বী জয়সওয়াল।

IND Vs WI Live Score: টস জিতল ওয়েস্ট ইন্ডিজ়

গত ম্যাচের মতো ফের একবার এই ম্যাচেও টস জিতলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক রোভম্যান পাওয়েল। তিনি প্রথমে ব্যাটিং করারই সিদ্ধান্ত নিয়েছেন।

IND vs WI Live: পিচের পরিস্থিতি

এই ম্যাচের পিচও খানিকটা গত ম্যাচের পিচের মতোই হতে চলেছে। অর্থাৎ স্পিনাররা এই ম্যাচেও পিচ থেকে সহায়তা পাবেন। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই টস জিতে গত ম্যাচের প্রথমে ব্যাটের বদলে টসজয়ী অধিনায়ক বল করার সিদ্ধান্তও নিতে পারেন।

প্রেক্ষাপট

গায়ানা: শেষ পাঁচটি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হার। বিশ্বকাপের আগ ভারতীয় দলের (Indian cricket Team) এই হাল কিন্তু কপালে ভাঁজ ফেলতেই পারে কোচ ও টিম ম্যানেজমেন্টের। ওয়ান ডে সিরিজের একটি ম্যাচে হারতে হয়েছিল। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু'টো ম্য়াচেই পরপর হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs WI 3rd T20I) হারলে সিরিজই খোয়াতে হবে হার্দিকদের।


২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই বছরই শেষবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ৭ বছর পর ফের একবার সিরিজ হারের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল। দলের ব্যাটিং অর্ডারের ব্যর্থতাই মূলত আগের ২ ম্যাচে হারের কারণ হিসেবে দেখা গিয়েছিল। ঈশান কিষাণ, শুভমন গিল, সূর্যকুমার যাদবের মত টপ অর্ডারের ব্যাটাররা রান পাননি। সঞ্জু স্যামসন ২ ম্য়াচেই সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন।


দ্বিতীয় ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি কুলদীপ যাদব। তৃতীয় ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। আগে ম্যাচে মুকেশ কুমার অনেক রান খরচ করেছিলেন। সেক্ষেত্রে এমনটা হতেই পারে যে তাঁর বদলে তৃতীয় টি-টোয়েন্টিতে আবেশ খান ও উমরান মালিকের মধ্য়ে একজনকে খেলানো হতে পারে প্রথম একাদশে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.