ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 5th T20I) সূর্যকুমার যাদবের ৬১ রান বাদে আর কোনও ভারতীয় ব্যাটার তেমন বড় ইনিংস খেলতে পারেনি। ম্যাচ হেরে অধিনায়ক হার্দিক পাণ্ড্য স্বীকার করে নিয়েছেন যে দলের ব্যাটাররা ইনিংসের শেষটা ভালভাবে করতে না পারাটাই পরাজয়ের অন্যতম বড় কারণ। অধিনায়কের সুরেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিং গভীরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।


পঞ্চম টি-টোয়েন্টিতে আট নম্বরে ব্যাট করতে নামেন অর্শদীপ সিংহ। গোটা সিরিজ জুড়েই ভারতের ব্যাটিংয়ে লম্বা 'টেল' চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। রাহুল দ্রাবিড়ও মেনে নিচ্ছেন যে বোলিং দুর্বল না করে, ভারতীয় দলের ভারসাম্য রক্ষা করতে ব্যাটিংয়ে গভীরতা বাড়ানোটা অত্যন্ত জরুরি। সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আসলে এখানে আমাদের দলে তেমন বিকল্পই ছিল না যে আমরা দলের ভারসাম্যর জন্য বদল ঘটাব। তবে ভবিষ্যতের কথা ভেবে আমাদের বেশ কিছু জিনিসে উন্নতি ঘটানোর জন্য জোর দেওয়া দরকার। ব্যাটিং গভীরতা বৃদ্ধি করতে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি। আমাদের বোলিং বিভাগকে দুর্বল না করে কী ভাবে ব্যাটিং গভীরতাটা আরও বাড়ানো যায়, সেই বিষয়ে নজর দেওয়াটা জরুরি।'


তিনি যোগ করেন, 'দিন দিন তো আরও বড় বড় রান হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ় দলের দিকে তাকালেই বোঝা যাবে (ব্যাটিংয়ে গভীরতা থাকাটা কতটা জরুরি) বিষয়টা। ওদের দলের হয়ে ১১ নম্বরে আলজারি জোসেফ ব্যাট করতে নামে। ও কিন্তু বড় শট হাঁকাতে দক্ষ। অনেক দলেরই ব্যাটিংয়ে এতটা গভীরতা রয়েছে। আমাদের এই বিষয়ে কিছু সমস্যা রয়েছে এবং সেই নিয়ে কাজ করাটা জরুরি। এই নিয়ে কাজ করাটা যে কতটা প্রয়োজনীয়, তার প্রমাণ এই সিরিজ থেকেই পাওয়া গিয়েছে।'


অধিনায়ক হার্দিক সিরিজ হারের পরে ব্যাটিং নিয়ে বলতে গিয়ে জানান, 'আমরা (ব্য়াটিংয়ের সময়) ১০ ওভারের পরেই ম্যাচের রাশ হারিয়ে ফেলি। আমি ব্যাটে নেমে রানের গতি বাড়াতে ব্যর্থ হই। বাড়তি সময় নিই এবং তারপর ইনিংসটা দায়িত্ব নিয়ে শেষও করতে পারলাম না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পডুন: ভারতের হার সত্ত্বেও টি-টোয়েন্টিতে বাবর, বিরাটের রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার