নয়াদিল্লি: গোড়ালিতে হালকা চোট। সামনেই বিশ্বকাপ, তাই ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। সেই কারণেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরলেন টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (IND vs WI ODI) খেলবেন না তিনি। সদ্যই বোর্ডের তরফে এক বিবৃতিতে একথা জানিয়ে দেওয়া হল। 


বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে মহম্মদ সিরাজকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ডান হাতি ফাস্ট বোলার নিজের গোড়ালিতে হালকা চোটের কথা জানিয়েছিলেন। সেই কারণে বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে বিশ্রামের পরামর্শ দেয়। যাতে কোনওরকম ঝুঁকি না থাকে।'


 






সিরাজ টেস্ট সিরিজের দুই ম্য়াচেই খেলেছিলেন। দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরাও হন তিনি। সামনে বিশ্বকাপ, এশিয়া কাপসহ ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই সিরাজের ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ওয়াকিবহল মহলের। তবে আহত সিরাজের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে যে কাউকে নেওয়া হচ্ছে না, তা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।  


প্রসঙ্গত, আসন্ন ওয়ান ডে সিরিজে তরুণদের পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও তেমনটাই আভাস দিয়েছেন। ম্যাচের আগে তিনি বলেন, 'আসন্ন সিরিজ দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'এই দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছে, যারা একেবারেই হাতেগোনা কয়েকটা ম্যাচ খেলেছে। ওদেরকে এই সিরিজে পরখ করে দেখার সুযোগ রয়েছে। ওদের ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেইসব ভূমিকায় তরুণরা কতটা, কী করতে পারছে আমাদের কাছেও সেটা দেখা নেওয়ার সুযোগ থাকবে। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা এমনটাই করেছিলাম। তরুণদের কয়েকটা ম্য়াচ খেলিয়ে পরখ করে দেখেছিলাম। এখানেও তেমনটাই হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বার্বাডোজেই কপিল দেবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার হাতছানি জাডেজার সামনে