নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপ। রবিবার, ২৮ সেপ্টেম্বর মহাদেশের সেরা হওয়ার খেতাবি লড়াই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্ট শেষ হলেও টিম ইন্ডিয়ার বিশ্রামের বিন্দুমাত্র জো নেই। প্রায় সঙ্গে সঙ্গেই ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নেমে পরতে হবে শুভমন গিলদের। সেই সিরিজ় শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ় দলে বিরাট ধাক্কা। ছিটকে গেলেন ক্যারিবিয়ান দলের তারকা ফাস্ট বোলার।
কে সেই বোলার? তিনি আর কেউ নন, শামার জোসেফ (Shamar Joseph)। জেইডন সিলসের সঙ্গে শামার জোসেফের ফাস্ট জুটি ওয়েস্ট ইন্ডিজ় বোলিংয়ের বড় ভরসা। তবে ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটের তরফে শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় শামার জোসেফের চোটের কথা জানানো হয়েছে। তাঁর পরিবর্তে আনক্যাপড জোহানকে লেনকে দলে ডাকা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, 'ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শামার জোসেফের বদলে জোহান লেনকে দলে পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে। চোটের কারণে জোসেফ এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে ওর পরিস্থিতি পুনরায় খতিয়ে দেখা হবে।'
১১টি টেস্ট খেলে জোসেফ ২১.৬৬ গড়ে ৫১টি উইকেট নিয়েছেন। তিনিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে সেই ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর গতি ও দক্ষতা যে ভারতীয় ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখে ফেলত, তা বলাই বাহুল্য। তবে জোসেফ ছিটকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ় দলের যে শক্তি কমল, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ওয়েস্ট ইন্ডিজ়। সেই লক্ষ্যেই অ্যালিক অ্যাথানাজ়ে ও তেগনারায়ণ চন্দ্রপলকে দলে ডেকে নেওয়া হয়েছে। এই দুই তারকার স্পিনের বিরুদ্ধে দক্ষতার কারণেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পর্যুদস্ত হওয়ার পর ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান তারকারা কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলের নজর থাকবে।