বার্বাডোজ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 2nd ODI) দলের দুই মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে মাঠে না নামলেও খবরের শিরোনামে উঠে এলেন কোহলি। ভাইরাল হল তাঁর এক ভিডিও। 


পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, বিরাট কোহলির অনুরাগীর কমতি নেই। শনিবার, বার্বাডোজেও সেই ছবিই দেখা গেল। মাঠে না নামলেও, কোহলি, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মারা সাজঘরের বাইরে এসে অনুরাগীদের সেলফি, অটোগ্রাফের আবদার মেটান। এই সময়ই এক ছোট্ট অনুরাগী বিরাট কোহলিকে একটি ব্রেসলেট উপহার দেন। কোহলির উদ্দেশে তিনি বলেন, 'আমি আপনার জন্য একটি উপহার তৈরি করেছি।' কিন্তু সঙ্গে সঙ্গেই সেই ব্রেসলেট নিজের হাতে পরে নেন। এই ভিডিওটি বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়।


 






প্রসঙ্গত, কোহলি ও রোহিতকে দ্বিতীয় ওয়ান ডেতে না খেলানোর কারণ ম্যাচশেষে ব্যাখা করেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানান যে বিশ্বকাপ, এশিয়া কাপের কথা মাথায় রেখেই তরুণদের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই টিম ইন্ডিয়ার দুই মহাতারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রাবিড় বলেন, 'এটাই আমাদের খেলোয়াড়দের পরখ করে নেওয়ার শেষ সুযোগ ছিল। আমাদের বেশ কিছু আহত ক্রিকেটার এনসিএতে রয়েছে। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগে সময় তো বেশি বাকি নেই। আমরা আশা করছি বিশ্বকাপ বা এশিয়া কাপের আগে তাদের মধ্যে অন্তত কয়েকজন ফিট হয়ে যাবেন। তবে যদি তারা ফিট না হন, সে কথা মাথায় রেখেই বাকিদেরও তো সুযোগ দিতে হবে। যাতে তারা প্রয়োজনে অন্তত কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে পারেন।' 


দ্রাবিড়ের মতে রোহিত, বিরাটকে এই ম্যাচে খেলালে লাভের লাভ তেমন কিছুই হত না। 'আমাদের তো আসল লক্ষ্যটার দিকে নজর রাখতে হবে। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ নিয়ে ওরকমভাবে ভাবা সম্ভব নয়। এই সিরিজের পর বিশ্বকাপ, এশিয়া কাপের আগে তো আর হাতে দুই, তিনটে ম্য়াচ রয়েছে। এমন পরিস্থিতিতে বিরাট এবং রোহিতকে খেলিয়ে খুব একটা লাভ হত না।' জানান ভারতীয় কোচ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিনেও ওপেনারদের প্রশংসায় অধিনায়ক হার্দিক